Studypress News

English Literature Course - 9

05 Mar 2020

মোট ৫৬ জন লেখক নিয়ে পোস্ট হবে ধারাবাহিক ভাবে।  আমাদের পোস্ট গুলো দেখুন ও আমাদের ওয়েবসাইটে বিষয় ভিত্তিক অংশে গিয়ে বার বার অনুশীলন করুন  । ভালোমত পড়লে এখান থেকেই ১০ মার্ক কমন  পরবে বলে আশা করা যায়।  

 

 William Wordsworth: (1770-1850) 

> রোমান্টিক পিরিয়ড এর কবি
> তাকে বলা হয়  Poet of Nature,  Poet of Childhood, Lake Poet ,Believer in Pantheism, Father of Romantic age 
> He became a Poet Laureate in 1839. (Poet Laureate var | ‘সভাকবি/ court poet of England; তবে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেন।)।
>  ওয়ার্ডসওয়ার্থের সাথে বাংলা সাহিত্যের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মিল পাওয়া যায়।
> Wordsworth এর একমাত্র নাটক: The Borderers The Prelude (প্রিলিউড) নামে তিনি Poetic Autobiography একটি কাব্য রচিত আত্মজীবনী লিখেন। (শিশুকাল থেকে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজের কবিসত্তার বিকাশের ইতিহাস নিয়ে এ বিশাল আত্মজৈবনিক কাব্যকর্মটি রচিত হয়েছে)
Famous book of poems (কাব্যগ্রন্থ):
> Lyrical Ballads - এতে মােট ২৩টি কবিতা রয়েছে। এর মধ্যে ১৯টি কবিতা  Wordsworth এর; ৪টি তার বন্ধু Coleridge এর

 Famous poems of Wordsworth:
> The Daffodils
> Tintern Abbey
> The Solitary Reaper 
 > Ode on Immortality (অমরত্বের গান)
> Tintern Abbey 
>Michael → Written in March 
> Revolution and Independence
 > Rainbow
> The Excursion (দ্য এক্সকারশন)
> Lucy Poems 

Wordsworth with his friend michael and lucy went on an excursion to  the tintern abbey to see how solitary rippers make rainbow with the daffodill . It gives him independence and immortality

S.T. Coleridges (1772-1834) 

> তার পূর্ন নাম  Samuel Taylor Coleridge 

> তাকে বলা হয়  Poet of supernaturalism (অতিপ্রাকৃতের কবি)

>তিনি আফিম এ আসক্ত ছিলেন  (Opium eater)

> তার বিখ্যাত বই  Biographia Literaria (এটি একটি সমালােচনামূলক গ্রন্থ)

>তার কবিতা পাঠ করলে পাঠকের মনে, ‘Willing Suspension of disbelief তৈরি হয়।

তার বিখ্যাত কবিতা গুলো হলোঃ 

মনে রাইহার কৌশলঃ Ancient mariner Kublai khan dejected chrcistabell

1.The Rime of the Ancient Marine

2.Kubla Khan (a romantic poem: 

3. Dejection: An ode

4. Christabel (ক্রিস্টাবেল)