Studypress News

বিসিএস ও ব্যাংক জব প্রস্তুতি (বাংলা- ৬ )

01 Mar 2020

বাংলা অংশের প্রস্তুতি: বিসিএস ও ব্যাংক জব এর জন্য বাংলা খুবই গুরুত্বপূর্ণ ।বাংলা ব্যাকরণ এবং সাহিত্য এই দুই অংশ হতেই প্রশ্ন হয়। তবে তুলনামুলক ভাবে ব্যাকরণ অংশ হতে প্রশ্ন সহজে উত্তর করা যায়।
ব্যাকরণ অংশে শব্দ, ধ্বনি, পদ, উপসর্গ, সন্ধি, প্রতিশব্দ, সমাস, কারক, প্রত্যয়, ক্রিয়ার কাল, বাগধারা, পুরুষ, পদক্রম, বাচ্য ও বাক্য,পারিভাষিক শব্দ ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে। আমাদের ওয়েবসাইটে এ বিষয়গুলো সংক্রান্ত গুরুত্বপূর্ন MCQ গুলো যোগ করা হয়েছে।
 
# বাঘের চোখ বাগগধারার অর্থ - দুঃসাধ্য বস্তু 
# তদবধি - তৎ+ অবধি 
# প্রাদি সমাস - প্রবচন 
# মােদের গরব মােদের আশা, আ মরি বাংলা ভাষা। রচয়িতা- অতুলপ্রসাদ সেন 
# সামীপ্য অর্থে উপসর্গ যেটি - উপকূল। 
#ভােরের পাখি - বিহারীলাল চক্রবর্তী 
# নজরুলের প্রথম উপন্যাস - বাঁধনহারা 
# হেমাঙ্গী ও কাদম্বিনী যে গল্পের চরিত্র - মেজদিদি 
# নিত্যবৃত্ত অতীত – পড়াতাম। 
#  সংবাদ - সম্ + বাদ 
# বাংলা ভাষার উদ্ভব হয়েছে - প্রাকৃত ভাষা থেকে 
# চলিত গদ্যরীতির জনক - প্রমথ চৌধুরী 
# যে পদ ছাড়া বাক্য গঠন করা যায় না - ক্রিয়া 
#  কোকিল এর সমার্থক - পিক, বসন্তদূত 
#  অন্ধকার যুগ - ১২০১-১৩৫০ 
# সাহিত্যের আদি নিদর্শন - চর্যাপদ
 # ব্যাকরণের যে অংশে কারক আলােচিত হয় - রূপতত্ব 
# আনারস - পর্তুগিজ শব্দ। 
#ঘেঁটুপুত্র কমলা চলচ্চিত্রের পরিচালক - হুমায়ূন আহমেদ 
# প্রথম স্বার্থক উপন্যাস - দুর্গেশনন্দিনী 
# শুদ্ধ বানান - আদ্যক্ষর 
#বাযু শব্দের প্রতিশব্দ নয় - নিরদ।
 # শরৎচন্দ্রের শ্রেষ্ঠ রচনা - শ্রীকান্ত 
# রাজঘটক বাগধারাটি ব্যবহৃত হয় যে অর্থে - চমৎকার মিল
 #  সৌম্য এর বিপরীত - উগ্র 
# চারণ কবি - মুকুন্দ দাস
 #  বৃক্ষ শব্দের সমার্থক - বিটপী 
#  শ্রীকান্ত কয় খন্ড - ৪। 
#  পনির - পনি + এর । 


# সংশপ্তক এর রচয়িতা - শহীদুল্লাহ কায়সার 
#  দুষ্কৃতি এর বিপরীত - সুকৃতি 
#  রবীন্দ্রনাথের ছদ্মনাম - ভানু সিংহ ঠাকুর 
#  প্রতীক্ষা শব্দটির বিশুদ্ধ উচ্চারণ - প্রােতি খা।
#  She burst into tears - সে কান্নায় ভেঙ্গে পড়ল
#  ফলাহার থেকে ফলার শব্দ হওয়ার কারণ - বর্ণলােপ
#  বিদ্যুৎ শব্দের সমার্থক - ক্ষণপ্রভা 
# শুদ্ধ শব্দ - ঘনিষ্ঠ, তিরস্কার। 
# কান পাতল বাগধারার অর্থ - বিশ্বাস প্রবণ। 
#  ফোঁড়ন শব্দটি গঠিত হয়েছে - প্রত্যয়যােগে
#  যে শব্দটিতে অপপ্রয়ােগ ঘটেছে - নির্ভরশীলতা 
# বাংলা ভাষায় ওষ্ঠব্যঞ্জন ধ্বনির সংখ্যা - ৫ টি 
# Archetype শব্দের অর্থ - আদিরুপ 
# কোনটিতে মধ্যস্বরলােপ ঘটেছে - গামছা 
#  হিন্দি শব্দ - ফুফা।
# যগ্নরীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ - বই টই
#  প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় প্রথম যে গ্রন্থে গুরুত্বসহকারে উল্লেখ করা হয় - বাঙ্গালীর ইতিহাস ( নীহাররঞ্জন রায়)।
#  সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। এখানে আপে অর্থ - স্বয়ং
#  চলিত ভাষায় লেখা বাক্য - বাবা তান সম্পত্তি ছেলেদের মধ্যে ভাগ করে দিলেন।
# ম বর্ণ টি উচ্চারিত হয় - ওষ্ঠ থেকে
#  শুদ্ধোদন - শুদ্ধ + ওদন।
# তিজ্ঞাসা শব্দের সমার্থক নয় - জবাব 
#  একটু শব্দের টু- পদাশ্রিত নির্দেশক।
#  অপপ্রয়ােগের দৃষ্টান্ত - একত্রিত
#  যে শুনেই মনে রাখতে পারে - শ্রুতিধর