Studypress News
বিসিএস ও ব্যাংক জব প্রস্তুতি (বাংলা-৪)
01 Mar 2020
বাংলা অংশের প্রস্তুতি:
বিসিএস ও ব্যাংক জব এর জন্য বাংলা খুবই গুরুত্বপূর্ণ ।বাংলা ব্যাকরণ এবং সাহিত্য এই দুই অংশ হতেই প্রশ্ন হয়। তবে তুলনামুলক ভাবে ব্যাকরণ অংশ হতে প্রশ্ন সহজে উত্তর করা যায়।
ব্যাকরণ অংশে শব্দ, ধ্বনি, পদ, উপসর্গ, সন্ধি, প্রতিশব্দ, সমাস, কারক, প্রত্যয়, ক্রিয়ার কাল, বাগধারা, পুরুষ, পদক্রম, বাচ্য ও বাক্য,পারিভাষিক শব্দ ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে। আমাদের ওয়েবসাইটে এ বিষয়গুলো সংক্রান্ত গুরুত্বপূর্ন MCQ গুলো যোগ করা হয়েছে।
# যাহা দিলাম তাহা উজাড় করিয়া দিলাম। - রবীন্দ্রনাথের হৈমন্তী গল্পের উক্তি
# হাজার বছর ধরে রচনা করেন - জহির রায়হান।
# এখানে তাের দাদির কবর ডালিম গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে রেখেছে দুই নয়নের জলে। এর পরের লাইন --- এতটুকু তারে ঘরে এনেছিনু সােনার মত মুখ
# তপুকে আবার ফিরে পাবাে, একথা ভুলেও ভাবিনি কোন দিন -- জহির রায়হানের একুশের গল্পের উক্তি
# রবীন্দ্রনাথ নােবেল পান - ১৯১৩ সালে
# রবীন্দ্রনাথের রচনা নয় - মৃত্যু ফুধা।
# ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবি - বন্দোপাধ্যায়
বরন করেন - ২১ বছরে
# রবীন্দ্রনাথের জন্ম - ২৫ বৈশাখ,১২৬৮ বাংলা
# জীবন থেকে নেয়া, স্টপ জেনােসাইড, লেট দ্যোর বি লাইট - জহির রায়হানের রচনা
# মহাশশান মহাকাব্য - কায়কোবাদ রচনা করেন
# সনেট এর পংক্তি - ১৪ টি
# বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক - মাইকেল মধুসূদন দত্ত
# পদ্মা নদীর মাঝি যার লেখা - মানিক বন্দোপাধ্যায়
# রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য গ্রন্থ নয় - নৌকাডুবি
# রাজবন্দীর জবানবন্দী কার - কাজী নজরুল ইসলাম
# গগনে গরজে মেঘ, ঘন বরষা পরের লাইন - কূলে একা বসে আছি, নাহি ভরসা
# কষ্টে অতিক্রম করা যায় যা - দুরাতিক্রম্য
# The rose is a fragrant flower এর বাংলা - গােলাপ সুগন্ধি ফুল।
# পত্রের গর্ভাংশ বলে - মূল বিষয়কে
# কে জানে দেশে সুদিন আসবে কিনা। বাক্যটি প্রকার করে - অনশ্চিয়তা
# প্রদীপ নিভে গেল। বাক্যটি - সাধারণ অতীত কালের
# আমার ভাইয়ের রক্তে রাঙ্গানাে একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা- আঃ গাফফার চৌধুরী
# সংশয় এর বিপরীত - প্রত্যয়
# আরােহন এর বিপরীত - অবরােহণ
# সূর্য এর প্রতিশব্দ- আদিত্য
# জসীমউদদীন রচিত গ্রন্থ - সােজন বাদিয়ার ঘাট ।
# শুদ্ধ বাক্য - আজ কাল বানানের ব্যাপারে সব ছাত্রই অমনােযােগী
# শুদ্ধ বানান - আলস্য, ঘূর্ণায়মান
# প্রতিশব্দ নয় - আগুন - কর, আনন্দ- দিপ্তী, বন- সরােজ
# যে সত্য কথা বলে, তাকে সকলে বিশ্বাস করে এর সরল বাক্য - সত্যবাদীকে সকলে বিশ্বাস করে ১৫) সঠিক অর্থ সমূহ - হাতের পাঁচ- শেষ সম্বল, চাঁদের হাট- প্রিয়জন সমাগম, কাক নিদ্রা- অগভীর নিদ্রা, শিরে সংক্রান্তি - আসন্ন বিপদ, একচোখা - পক্ষপাত দুষ্ট ।
# দুর্দিনের যাত্রী গ্রন্থের রচয়িতা- কাজী নজরুল ইসলাম
# বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের - অগ্নিবীণা
# আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে কোন কবির কথা - জীবনন্দ দাশ
# মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি- ভারত চন্দ্র
# হরতাল - গুজরাটি শব্দ
# জাতীয় স্মৃতি সৌধের স্থপতি - সৈয়দ মঈনুল হােসেন
# সােজন বাদিয়ার ঘাট এর রচয়িতা- জসীম উদদীন
# শরৎচন্দ্রের রচনা নয় -চোখের বালি
# শুদ্ধ বানান - স্বায়ত্তশাসন।
# অপপ্রয়ােগের দৃষ্টান্ত - একত্রিত
# শকট শব্দের অর্থ - মাছ
# শেষ লেখা কি জাতীয় রচনা - কাব্য
# যে বিষয়ে কোন বিবাদ নেই - অবিসংবাদী
# কাজলা দিদি কি - যতীন্দ্রমােহন বাগচী রচিত কবিতা
# নীল দর্পন নাটক প্রকাশিত হয় - ঢাকা থেকে
# মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয় - ১৮৬১ সালে
# পদ্মাবতী কার রচনা- আলাওল
# ভানুসিংহ যার ছদ্মনাম - রবীন্দ্রনাথ ঠাকুর
# রবীন্দ্রনাথ নােবেল পান - ১৯১৩ সালে
# বাংলা উপসর্গ - অনা।