Studypress News
বিসিএস ও ব্যাংক জব প্রস্তুতি (বাংলা)
01 Mar 2020
বাংলা অংশের প্রস্তুতি:
বিসিএস ও ব্যাংক জব এর জন্য বাংলা খুবই গুরুত্বপূর্ণ ।বাংলা ব্যাকরণ এবং সাহিত্য এই দুই অংশ হতেই প্রশ্ন হয়। তবে তুলনামুলক ভাবে ব্যাকরণ অংশ হতে প্রশ্ন সহজে উত্তর করা যায়।
ব্যাকরণ অংশে শব্দ, ধ্বনি, পদ, উপসর্গ, সন্ধি, প্রতিশব্দ, সমাস, কারক, প্রত্যয়, ক্রিয়ার কাল, বাগধারা, পুরুষ, পদক্রম, বাচ্য ও বাক্য,
পারিভাষিক শব্দ ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে। আমাদের ওয়েবসাইটে এ বিষয়গুলো সংক্রান্ত গুরুত্বপূর্ন MCQ গুলো যোগ করা হয়েছে।
# চাঁদ এর সমার্থক শব্দ- নিশাপতি
# সমুদ্র শব্দের সমার্থক - পাথার
# রাজা শব্দের সমার্থক - নরেন্দ্র
# জল শব্দের সমার্থক শব্দ- অম্বু
# কৌমুদির প্রতিশব্দ নয় - নলিনী
# অরুন এর প্রতিশব্দ নয় - বিজলী
# নিকেতন এর প্রতিশব্দ নয় - তােয়
# রামা এর প্রতিশব্দ নয় - সুত
#শিক্ষককে শ্রদ্ধা কর। এখানে শিক্ষককে - সম্প্রদান ৭ মী বিভক্তি
# পৌরসভা কোন সমাস - ৬ষ্ঠী তৎপুরুষ সমাস
# অর্ক এর প্রতিশব্দ নয় - অনিল
# কোনটি সঠিক - আপাদমস্তক
# দশানন কোন সমাস - বহুব্রীহি সমাস
# ভূত এর বিপরীত শব্দ - ভবিষ্যত
# রক্ত করবী- নাটক
# বসুমতী শব্দের সমার্থক - ধরিত্রী
# পরার্থ শব্দের অর্থ - পরােপকার
# যে নারী প্রিয় কথা বলে - প্রিয়ংবদা
#সাত সাগরের মাঝি কাব্য - ফররুখ আহমেদ এর
# বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ - বৃষ+তি।
#রবীন্দ্রনাথের রচনা নয় - বিষের বাঁশী
#গুরুজনে ভক্তিকর এখানে গুরুজনে - কর্মকারক
#বনফুল যার ছদ্মনাম - বলাইচাঁদ মুখােপাধ্যায়।
# surgeon এর পরিভাষা - শল্য চিকিৎসক
# হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন কার কবিতার লাইন - মাইকেল মধুসূদন দত্ত
# ব্যথার দান - কাজী নজরুল রচিত গল্প
# সংশপ্তক কার - শহীদুল্লাহ কায়সার।
# পর্যালােচনার সন্ধি বিচ্ছেদ - পরি + আলােচনা
# অম্বর শব্দের অর্থ - আকাশ
#নিরানব্বইযের ধাক্কা - সঞ্চযের প্রবৃত্তি
#শুদ্ধ বানান - পিপীলিকা
# প্রবচন - পুরােনাে চাল ভাতে বাড়ে
# দারিদ্রতা শব্দটি অশুদ্ধ - প্রত্যযজনিত কারনে।
# যা দীপ্তি পাচ্ছে - দেদীপ্যমান
# আকাশ শব্দের সমার্থক নয় - হিমাংশু
#দেশী শব্দ - চাল, চুলা
# সন্ধি শব্দের বিপরীত শব্দ - বিযােগ
# কোনটির লিঙ্গান্তর হ্য না - কবিরাজ
# সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন এর শব্দ রুপ - সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন
# বাঁধৃ + অন = বাঁধন কোন শব্দ - কৃদন্ত শব্দ
# ধাতু কয় প্রকার - ৩ প্রকার।
# রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য এর শব্দ রুপ - রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য
#দশে মিলে করি কাজ এখানে দশে - কর্তৃকারকে ৭মী বিভক্তি
# স্বরসংগতির উদাহরন - দেশী> দিশী
# পাতায় পাতায় পড়ে নিশির শিশির এখানে পাতায় পাতায় - অধিকরণে ৭মী বিভক্তি
# যে বহু বিষয় জানে - বহুজ্ঞ
# যৌগিক স্বরধ্বনি- ঐ।
#সূর্য এর প্রতিশব্দ নয় - হিমকর
#কবর কবিতাটি কোন কাব্যের - রাখালী
বেশিরভাগ সময় বাসায় থাকছেন?
বিসিএস এবং ব্যাংক পরীক্ষার প্রস্তুতি অনলাইনে নিন স্টাডিপ্রেসে।
স্টাডিপ্রেসে পাবেন -
অধ্যায়ভিত্তিক সকল Question প্র্যাকটিস করতে পারবেন।
আগের সব পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (ব্যাখ্যাসহ )।
লিখিত পরীক্ষার প্রস্তুতিও নিতে পারবেন।
গুরুত্বপূৰ্ণ কারেন্ট ওয়ার্ল্ড আপডেট।
১০০ টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট।
একটি অধ্যায়ের সবচেয়ে বেশি ভুল করা Question সমূহ সমূহ একসাথে পাবেন।
কোন পরীক্ষা দেয়ার পর ভুলসমূহ এক সাথে (Mistake List-এ) দেখতে পারবেন।
কঠিন এবং বারবার পড়তে হয় এমন প্রশ্ন (Review List) -এ পড়তে পারবেন।
প্রয়োজনীয় ইংরেজি শব্দ নিয়ে আছে word app
২৪/৭ সাপোর্ট
রেজিস্ট্রেশন করুন: www.studypress.org
প্রয়োজনে ফোন করুন: 01624595959