Studypress News
বিসিএস ও ব্যাংক জব প্রস্তুতি (বাংলা)
01 Mar 2020

বাংলা অংশের প্রস্তুতি: বিসিএস ও ব্যাংক জব এর জন্য বাংলা খুবই গুরুত্বপূর্ণ ।বাংলা ব্যাকরণ এবং সাহিত্য এই দুই অংশ হতেই প্রশ্ন হয়। তবে তুলনামুলক ভাবে ব্যাকরণ অংশ হতে প্রশ্ন সহজে উত্তর করা যায়। ব্যাকরণ অংশে শব্দ, ধ্বনি, পদ, উপসর্গ, সন্ধি, প্রতিশব্দ, সমাস, কারক, প্রত্যয়, ক্রিয়ার কাল, বাগধারা, পুরুষ, পদক্রম, বাচ্য ও বাক্য, পারিভাষিক শব্দ ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে। আমাদের ওয়েবসাইটে এ বিষয়গুলো সংক্রান্ত গুরুত্বপূর্ন MCQ গুলো যোগ করা হয়েছে।
# পদাবলীর রচয়িতা-রবীন্দ্রনাথ ঠাকুর
# এক জাতীয় নয় - তনয়।
# শামসুর রাহমানের গদ্য গন্থ - স্মৃতির শহর
# তুলনাজ্ঞাপক শব্দ - প্রমিত
# লােকটা যে পিছনে লেগেই রযেছে, কী বিপদ!! এখানে কী - বিরক্তি বােঝায়
# বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা - কবিতা
# The window panes steamed up এর বাংলা - জানালার কাচ ঝাপসা হয়েগেল
# হাসি ও ব্যঙ্গের নজরুল কাব্য - পুবের হাওয়া
# সমাস গঠিত শব্দ- নরপুঙ্গর (দ্বন্দ্ব সমাস)
# যৌবন এর বিপরীত শব্দ- জরা
# ছেমড়া শব্দটি - সংস্কৃত
# দহন কাল উপন্যাস এর জন্য বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০১২ পদক পান - হরিশংকর জলদাস
# জাফর ইকবালের প্রথম প্রকাশিত সাযেন্স ফিকশন - কপােট্রনিক সুখ দুঃখ (১৯৭৬)
# চাচা কাহিনীর লেখক - সৈয়দ মুজতবা আলী
# সােনালী কাবিন কাব্যের রচয়িতা - আল মাহমুদ
# তােমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা পংক্তিটির রচনা করেন - শামসুর রাহমান
# শুব্দ বানান - মুমূর্য
# যে নারী প্রিয় কথা বলে - প্রিয়ংবদা
# দশানন কোন সমাস - বহুব্রীহি
# Executive - এর পরিভাষা- নির্বাহী
# পর্যালােচনা এর সন্ধি বিচ্ছেদ - পরি + আলােচনা
# মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় - মেধা + বিণ
# গোঁফ খেজুরে অর্থ- নিতান্ত অলস
# অন্ধজনে দেহ আলাে এখানে অন্ধজনে কারক বিভক্তি - সম্প্রদানে ৭মী
# পৃথিবী শব্দের প্রতিশব্দ নয় - বারি
# কচ্ছপের কামড় বাগধারার অর্থ- নাছােড় বান্দা
# লাঠালাঠি - বহুব্রীহি সমাস
# ভুল প্রতিশব্দ - ইচ্ছা- পরশ্রীকাতরতা।
# ঠাকুরমার ঝুলি কি জাতীয় সংকলন - রুপকথা
# সৌম্য এর বিপরীত - উগ্র
# জীবন্মুত এর ব্যাসবাক্য- জীবিত থেকেও যে মৃত
# আপদ এর বিপরীত শব্দ - সম্পদ
# ভূত এর বিপরীত শব্দ - ভবিষ্যৎ
# শান্ত এর বিপরীত শব্দ- অনন্ত
# কৃতঘ্ন এর বিপরীত শব্দ - কৃতজ্ঞ
# অশুদ্ধ বাক্য - সর্বদা পরিস্কৃত থাকিবে
# শুদ্ধ বাক্য - তুমি কি ঢাকা যাবে??
# শুদ্ধ বাক্য - রহিমা পাগল হযে গেছে
# শুদ্ধ বাক্য - বুনাে ওল, বাঘা তেতুল

# বায়ু শব্দের সমার্থক শব্দ- বাত

Important News

Highlight of the week
