Studypress News
ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার দান
02 Dec 2015
মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যান তাদের কন্যা সন্তান ম্যাক্সের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যেতে নিজেদের হাতে থাকা ৯৯ শতাংশ ফেসবুক শেয়ার দান করে দেওয়ার ঘোষণা দিয়েছেন এই দম্পতি।
নিজের ফেসবুক পৃষ্ঠায় মেয়েকে লেখা এক চিঠিতে তিনি বলেছেন, ফেসবুকের যে শেয়ার তাদের হাতে আছে, তার ৯৯ শতাংশ তারা দান করে দেবেন ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’ নামে নতুন এক দাতব্য উদ্যোগে। সংস্থার লক্ষ্য হবে—মানুষের সম্ভাবনাকে এগিয়ে নেওয়া এবং আগামী প্রজন্মের সব শিশুর জন্য সমতা নিশ্চিতে কাজ করা। তাঁদের কাজের প্রাথমিক ক্ষেত্রগুলো হবে—ব্যক্তিগত শিক্ষা, রোগব্যাধির চিকিৎসা, মানুষকে সংযুক্ত করা এবং শক্তিশালী কমিউনিটি গড়ে তোলা। জাকারবার্গ নিজেই জানিয়েছেন, ফেইসবুকের ওই পরিমাণ শেয়ারের বর্তমান বাজারমূল্য প্রায় চার হাজার পাঁচশ কোটি ডলার। নিজের সন্তানসহ ভবিষ্যত প্রজন্মের বেড়ে ওঠার জন্য পৃথিবীকে আরও বেশি বাসযোগ্য করে তুলতে তাদের এ পদক্ষেপ বলে জানান মার্ক।
ফেসবুকের পোস্টে নবাগত কন্যাসন্তান ম্যাক্সের উদ্দেশে লেখা একটি চিঠিতে জাকারবার্গ অঙ্গীকার করে বলেন, “ভবিষ্যত প্রজন্মের স্বার্থে আরও ভালো একটি পৃথিবী তৈরির জন্যই তাদের এই দান। এই সিদ্ধান্ত নেয়ার পেছনে স্ত্রী প্রিসিলার ভূমিকাই মুখ্য বলে জানিয়েছেন জাকারবার্গ।