Studypress News
সেরা চলচ্চিত্রের অস্কার ২০২০: অর্জন করে নিল কোরিয়ান চলচ্চিত্র প্যারাসাইট
10 Feb 2020
প্রথমবারের মতো ইংরেজি ভাষা ছাড়া অন্য কোন ভাষায় নির্মিত কোন চলচ্চিত্র শীর্ষ এই পুরস্কারটি পেলো।দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র প্যারাসাইট এ বছরের অস্কারের আসরের সেরা চলচ্চিত্রের পুরষ্কার অর্জন করেছে।
রেনে জেলওয়েগার জুডি চলচ্চিত্রে জুডি গার্ল্যান্ডের ভূমিকায় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরষ্কার জিতেছেন। আর জোকার চলচ্চিত্রে অভিনয়ের জন্য ওয়াকিন ফিনেক্স সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতেছেন।
ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড এবং ম্যারিজ স্টোরিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন যথাক্রমে ব্র্যাড পিট এবং লরা ডার্ন।
সব মিলিয়ে চারটি পুরস্কার জিতেছে প্যারাসাইট। আর স্যার স্যাম মেন্ডেসের '১৯১৭' জিতেছে তিনটি।
এ বছর সবচেয়ে বেশি পুরস্কার যারা জিতেছেন
•প্যারাসাইট-৪
•১৯১৭-৩
•ফোর্ডস ভার্সেস ফেরারি-২
•জোকার-২
•ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড-২