Studypress News
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কানাডার বাড়তি সহায়তার আশ্বাস
29 Nov 2015
মাল্টার রাজধানী ভেলেটায় ২৭/১১/২০১৫ তারিখ থেকে শুরু হওয়া কমনওয়েলথভুক্ত দেশগুলোর বার্ষিক সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার অংশ হিসেবে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করতে অতিরিক্ত ২৬৫ কোটি ডলার দিবে বলে ঘোষণা দেন।
এবারের কমনওয়েলথ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ওপর আলোচনা প্রাধান্য পাচ্ছে। যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েলথ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তরুণদের ভূমিকাটি গুরুত্বের সঙ্গে তুলে ধরতে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে রাখা হয় কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের একজন করে শিশুকে।
এদিকে সম্মেলনে কমনওয়েলথের নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন ব্রিটিশ আইনজীবী ব্যারোনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। তিনি এ সংগঠনের ৬৬ বছরের ইতিহাসে প্রথম ব্রিটিশ মহাসচিব। এ পদে প্রথম নারীও তিনি।
সাবেক ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত দেশগুলোকে নিয়ে কমনওয়েলথ গঠিত। এই দেশগুলো বিশ্বের মোট আয়তনের এক-চতুর্থাংশ এবং মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে। আজ এ সম্মেলন শেষ হওয়ার কথা।