Studypress News

লা লিগার বর্ষসেরা লিওনেল মেসি

01 Dec 2015

স্পেনের লা লিগার ২০১৪-১৫ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন বার্সেলোনার লিওনেল মেসি। এছাড়া তিনি ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলে সেরা খেলোয়াড়ের পাশাপাশি সেরা ফরোয়ার্ডের পুরস্কারও জিতেছেন।

গত সাত বছরের মধ্যে ছয় বারই বর্ষসেরা খেলোয়াড় ও বর্ষসেরা ফরোয়ার্ডের পুরস্কার জেতেন। সাত বছরের মধ্যে শুধু গত মৌসুমের লা লিগার বর্ষসেরা খেলোয়াড় ও বর্ষসেরা ফরোয়ার্ডের পুরস্কার পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রোনালদো।

সেরা কোচের পুরস্কার জেতেন গত ২০১৩-২০১৪ মৌসুমে ক্লাবটির দায়িত্ব নেওয়া লুইস এনরিকে। বার্সেলোনার ক্লাওদিও ব্রাভো পেয়েছেন সেরা গোলরক্ষকের পুরস্কার। এছাড়াও বর্ষসেরা ডিফেন্ডার হয়েছেন ক্লাবটির অধিনায়ক সার্জিও রামোস, মাঝমাঠের সেরা খেলোয়াড় হয়েছেন তাদের কলম্বিয়ার তারকা হামেস রদ্রিগেস এবং ‘ফ্যানস ফাইভ স্টার প্লেয়ার’ পুরস্কার পেয়েই সন্তুষ্ট থাকতে হয় রোনালদোকে। অনুষ্ঠানে পর্তুগিজ তারকার অনুপস্থিতিতে তার হয়ে পুরস্কারটি নেন রামোস।

লা লিগার বর্ষসেরা আমেরিকান খেলোয়াড়ের পুরস্কার উঠেছে নেইমারের হাতে এবং সেরা আফ্রিকান খেলোয়াড়ারের পুরস্কার জেতেন ভালেন্সিয়ার আলজেরিয়ার উইঙ্গার সোফিয়ানে ফিগুলি।

NB: Lionel Andrés Messi was born on 24 June 1987 in Rosario, Argentina.