Studypress News
বুরকিনা ফাসোতে প্রেসিডেন্ট নির্বাচনঃ জয়ী ক্যাবোর
01 Dec 2015
বুরকিনা ফাসোতে প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী রোক মার্ক খ্রিশ্চান ক্যাবোর জয়ী হয়েছেন।
সাবেক এই প্রধানমন্ত্রী ২৯/১১/২০১৫ তারিখ রোববারের নির্বাচনে ৫৩ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। দেশটির স্বাধীন জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ৫৮ বছর বয়সী ক্যাবোর নির্বাচনে সরাসরি জয়ী হয়েছেন। ফলে দ্বিতীয় দফা ভোটের কোনো প্রয়োজন নেই। কমিশন আরো জানিয়েছে, প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক অর্থমন্ত্রী জেপহিরিন দিয়াব্রে ২১ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন।
কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
*** বুর্কিনা ফাসো আফ্রিকা মহাদেশের পশ্চিমভাগে অবস্থিত একটি রাষ্ট্র।
*** দেশটির রাজধানীঃ উয়াগাদুগু।
*** রাষ্ট্রীয় ভাষাঃ ফরাসি
*** ১৯৬০ সালে স্বাধীনতা অর্জনের আগ পর্যন্ত এটি একটি ফরাসি উপনিবেশ ছিল।
*** এটি পূর্বে আপার ভোল্টা (ইংরেজি: Upper Volta) নামে পরিচিত ছিল।
*** ১৯৮৫ সালে দেশটির নাম বদলে রাখা হয় বুর্কিনা ফাসো, যার অর্থ "নৈতিক জাতির দেশ"।
*** বুর্কিনা ফাসো আফ্রিকার সবচেয়ে দরিদ্র দেশগুলির একটি। প্রতি বছর এই দেশের হাজার হাজার লোক পার্শ্ববর্তী দেশগুলিতে, যেমন ঘানা বা আইভরি কোস্টে কাজ খুঁজতে বিশেষ করে মৌসুমী কৃষিকাজের জন্য পাড়ি জমায়।