Studypress News
ব্যক্তিগত কর্মকর্তা-পিএসসি ১৩ই সেপ্টেম্বর ২০১৯ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
14 Sep 2019
১.সুলতানার স্বপ্ন লিখেছেন- বেগম রােকেয়া সাখাওয়াত হােসেন
২. মহাস্থানগড় কিসের জন্য বিখ্যাত?- প্রাচীন পুরাকীর্তি
৩. চাঁদের সমার্থক শব্দ-রজনীকান্ত
৪. খয়ের খাঁ বাগধারা অর্থ কি?- তােষামােদকারী
৫. Fill in the blank: No sooner had I seen the bird------ it flew away. Ans: than
৬. আন্তর্জাতিক অপরাধ আদালত কোন দেশে অবস্থিত?=নেদারল্যান্ডসের হেগ শহরে
৭. শুদ্ধ বানান কোনটি?=মুমূর্ষু
৮. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ-ব্যথার দান
৯, সােলায়মান সাহেব ১৫০০০ টাকা ব্যাংকে জমা করে বছরের সুদ বাবদ ১২৭৫ টাকা আয় করে। বছরের সুদের হার কত? উত্তরঃ ৮.৫%।
১০. রহিমের বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় বর্তমানে ১১০৫০ টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল?-- উত্তরঃ ৮৫০০ টাকা
১১. “Apple of discord” means= Object of dispute
১২. বাংলা সাহিত্যের প্রথম মহাকবি-আলাওল
১৩. Which one of the following is correct? Ans: His conduct admits of no excuse.
১৪, পথে প্রবাসে গ্রন্থের রচয়িতা- অন্নদাশঙ্কর রায়।
১৫. কোনটি স্থানীয় সরকার?- উপজেলা পরিষদ
১৬.Choose the correct sentence. Ans: He refrained from taking any drastic action
১৭. ছায়াহরিণ কাব্যগ্রন্থটি কার লেখা?-আহসান হাবীব
১৮. x-11<4x+1 হলে নিচের কোনটি সঠিক? Ans: x< -4
১৯. ফেসবুকের জনক কে?-মার্ক জুকারবার্গ
২০, অমর একুশের প্রথম সাহিত্য সংকলন একুশে ফেব্রুয়ারি সম্পাদনা করেন কে? হাসান হাফিজুর রহমান।
২১, স্বাধীনতা যুদ্ধে কতজনকে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়? ৭ জন
২২, সংবিধানের কোন ভাগে মূলনীতিসমূহ বর্ণিত হয়েছে? ২য় ভাগে
২৩. ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? বাগেরহাট
২৪. x2-3x+2=0 সমীকরণের মূল দুটি হবে? বাস্তব ও অসমান
২৫. o/o= কত? উত্তরঃ অনির্ণেয়
২৬. Choose the passive structure "his comment surprised me''= I was surprised at his comment.
২৭. কোন দেশটি এশিয়া মহাদেশের নয়? মিশর ( মিশর আফ্রিকার দেশ)
২৮. সবুজপত্র পত্রিকার সম্পাদক কে? প্রমথ চৌধুরী
২৯. বাংলা সাহিত্যের আদি নিদর্শন-চর্যাপদ
৩০. x2 -x -2 এর একটি উৎপাদক? উত্তরঃ x +1
৩১. 3x+4=3.9x হলে x= কত? Ans: 3
৩২. Choose the correct plural form= memoranda
৩৩, চৈতন্য ভাগবত রচনা করেন কে? বৃন্দাবন দাস।
৩৪, মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য কোনটি? বীরঙ্গনা
৩৫, মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল? ঢাকা
৩৬. বাংলা ভাষায় তৎসম উপসর্গ কয়টি? ২০
৩৭. ঢাকা ও সিলেটের দূরত্ব ৩০০ কিলােমিটার ,ঢাকা থেকে ট্রেন সকাল ৬ টায় ছেড়ে ২ টায় সিলেটে পৌঁছে, ট্রেনের গতিবেগ কত? উত্তরঃ ৩৭.৫ কিমি/ঘণ্টা |
৩৮. পদ্মাবতী কাব্যের রচয়িতা? আলাওল
৩৯, মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরের কমান্ডার কে ছিলেন? মেজর খালেদ মােশাররফ
80. Which one is an example of a positive degree? much
৪১, একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭, অন্তরফল ৩ হলে ভগ্নাংশটি হবে- ৫/২
৪২. কোনটি 'রামসার সাইট'? টাঙ্গুয়ার হাওর
৪৩. Log2^1/4=কত? Ans: -2
৪৪. What is the compound form of the sentence: She kept her promise'? Answer: She not only made a promise but also she kept it' ৪৫. নিচের কোনটি দেশি শব্দ নয়? চাবি ( চাবি পর্তুগিজ ভাষার শব্দ)
৪৬, আমার যত কথা গ্রন্থের লেখক এর নাম-গােলাম সারওয়ার।
৪৭. মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম
8৮. Fill in the gap with appropriate preposition : He unfortunately died--- overtaking. Ans: from
৪৯, বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি? ছােটগল্প
৫০. www এর পূর্ণরূপ=World wide web
৫১, বিধ্বস্ত নীলিমা কাব্যগ্রন্থটির রচয়িতা- শামসুর রহমান
৫২. Who is called an optimist in the victorian age= Robert Browning
৫৩. কারাগারের রােজনামচা- দিনলিপি
৫8. The phrase ""salt of the earth" means= Worthy persons
৫৫. mn√xm/xn nl√xn/xl lm√xl/xm = কত? উত্তরঃ 1
৫৬. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? ইয়াংসিকিয়াং
৫৭. 3 * square root(125*9)= কত? Ans: 15
৫৮. নিচের কোনটি y অক্ষের সমান্তরাল রেখা নির্দেশ করে?Ans: x=4
৫৯. The verb form of the word "" beauty" is beautify
৬০. She told that she (visit) London next month. Here the right form of verb will be? Answer: would visit
৬১. মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা কাব্যগ্রন্থ কোনটি? বন্দী শিবির থেকে
৬২. f(x) = x+3/x-1 এর Domain কত? Ans: { xER: x #1}
৬৩. The child shows the man as morning shows the day"---- here the sentence contains----Ans: Simile
৬৪, পথের দাবী উপন্যাসের লেখক- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৬৫, একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ ৯৬ ডিগ্রি, ওই ত্রিভুজের অপর কোনটি কত? ৪২ ডিগ্রি
৬৬, Choose the correct spelling= Acknowledgement
৬৭. Which one is the synonyms of "" tranquil"""=calm
৬৮. What is the antonym of ""Shabby""=New
৬৯, যদি Q={x; x,9 এর গুণনীয়ক সমূহ} হলে নিচের কোনটি সঠিক? Q= {1,3,9}
৭০. The most famous satirist in English Literature is- Jonathon Swift
৭১. NATO এর সদর দপ্তর কোথায়? বেলজিয়ামের ব্রাসেলসে
৭২. নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন জেলা পর্যায়ে কোন কর্মকর্তার অধীনে কাজ করেন? জেলা ম্যাজিস্ট্রেট
৭৩. The Teacher said, “” Thank you my boys “ The indirect narration of the sentence is=The teacher thanked the boys.
৭৪. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, 2, 3, 5, 6 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। উত্তর :৩১
৭৫. যুদ্ধ সন্ধিক্ষণের কবি? ঈশ্বরচন্দ্র গুপ্ত।
৭৬. হালদা নদী কিসের জন্য বিখ্যাত? মাতৃ মৎস্য ভাণ্ডার
৭৭. The science of teaching is called? Pedagogy
৭৮. The word " humiliation” means? disgrace
৭৯. x2-2x-1=0 হলে x+1/x= কত? উত্তরঃ খ (202)
৮০. বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি? ভুটান (ভারতের ২ ঘণ্টা আগে ভুটান দিয়েছিল)।
৮১. ঘড়িতে যখন 4:30 বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? Ans: 45 ডিগ্রি।
৮২. Which of the following is an example of an indefinite pronoun? any
৮৩. কোন দেশটির নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? জাপান
৮৪. ২টি ভগ্নাংশের গুণফল ৩৮/ ৭৫ , এদের একটি ১৯/২৫ অপরটি কত হবে? Ans: ২/৩
৮৫, ভেনুজুয়েলা রাজধানীর নাম কি? কারাকাস
৮৬.নিচের কোনটি দ্বীপ দেশ? শ্রীলঙ্কা
৮৭. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অংক a এবং দশক স্থানীয় অংক b হলে সংখ্যাটি হবে? 1ob + a
৮৮. Complete the sentence ----- went to Dhaka. Ans: Not only I but also my brother
৮৯, নেপােলিয়ান বােনাপার্ট কোন দেশের অধিবাসী ছিলেন? ফ্রান্স
৯০. The soldiers were rewarded for their bravery, Which class noun "bravery" belongs to? Ans: Abstract
৯১.3x2-16x-12 রাশিটির উৎপাদক বিশ্লেষণ নিচের কোনটি? Ans: (3x +2) (x-6)
৯২. রবীন্দ্রনাথ ঠাকুর নােবেল পুরস্কার পান-১৯১৩ সালে
৯৩. সুয়েজ খাল কোন দেশে? মিসরে
৯৪. দুই মুদ্রা একসাথে নিক্ষেপ করলে দুটিতে H আসার সম্ভাবনা কত? Ans: D 1/4
৯৫.Fill the gap with suitable adverb' He works---quickly. Ans; very
৯৬.বাংলাদেশের সাথে ভারতের সীমানা দৈর্ঘ্য কত? ৪,১৫৬ কিমি
৯৭. শিবরাত্রির সলতে বাগধারার অর্থ= একমাত্র বংশধর
৯৮, a+b=3, ab =1 হলে a2-ab+b2 = কত? Ans: 6
৯৯, Cosec (90- X) = 2/ V3 হলে tanX= কত? Ans: 1/3
১০০, অধ্যাদেশ কে জারি করেন? মহামান্য রাষ্ট্রপতি