Studypress News
এশিয়ান র্যাঙ্কিং আর্চারিতে সোনা জিতলেন রোমান সানা
13 Sep 2019

এশিয়ান কাপ র্যাঙ্কিং টুর্নামেন্টের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের ফাইনালে চীনের প্রতিপক্ষ শি ঝেনকিকে হারিয়ে সোনা জিতে নিয়েছেন বাংলাদেশের রোমান সানা।
এশিয়ান কাপ র্যাঙ্কিং টুর্নামেন্টের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে সোনার পদক জিতে দেশকে গর্বিত করেছেন আর্চার রোমান সানা। চীনের শি ঝেনকিকে হারিয়েছেন তিনি ৭-৩ সেটে।
প্রথম সেটে ড্রয়ের পর পরের সেটে হেরে গেলেন। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তিন সেট জিতে এশিয়া কাপ-ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-৩) রিকার্ভ পুরুষ এককে সেরা হয়েছেন বাংলাদেশের আর্চার রোমান সানা।
Important News

Highlight of the week
