Studypress News
শরাণার্থী ইস্যুঃ ইইউ ও তুরস্কের মধ্যে চুক্তি
30 Nov 2015
ইউরোপে শরাণার্থীর ঢল ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ও তুরস্কের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়েছে।
২৯/১১/২০১৫ তারিখ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ এর সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু এ সংক্রান্ত একটি চুক্তি করেছেন। বর্তমানে তুরস্কে অবস্থান করা ২২ লাখ সিরীয় শরণার্থীর জীবনযাত্রা মান উন্নয়নের জন্য ইইউ তুরস্ককে তিন কোটি ২০ লাখ মার্কিন ডলার অর্থ সাহায্য দেবে। যাতে ওই সব শরণার্থী জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পেরিয়ে গ্রিস হয়ে ইউরোপের অন্যান্য দেশে প্রবেশের চেষ্টা না করে।
তবে ইইউ এ অর্থ দুই বছরে দিতে চাইছে। আর তুরস্ক প্রতি বছর ওই পরিমাণ অর্থ চাইছে। এ বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ বলেন, পরিস্থিতি অনুযায়ী ধাপে ধাপে এ অর্থ দেওয়া হবে। তবে একবারে কি পরিমাণ অর্থ দেয়া হবে তা পরিষ্কার করে বলা হয়নি।
তবে তুরস্ক নতুন চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম হলে দেশটির নাগরিকরা এক বছরের মধ্যেই ইউরোপের ভিসা-বিহীন সেনজেন জোনের আওতায় ভ্রমণের সুযোগ পাবে।