Studypress News
জাতিসংঘের ইকোসকের সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ
19 Jun 2019
জাতিসংঘের মর্যাদাপূর্ণ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)-এর সদস্য পদের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে বাংলাদেশ। ২০২০-২০২২ সেশনের নির্বাচনে ১৯১ ভোটের মধ্যে ১৮১ ভোটে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে নির্বাচিত হয় বাংলাদেশ। জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত এই নির্বাচনে বাংলাদেশ ছাড়া এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে চীন, থাইল্যান্ড এবং দক্ষিণ কোরিয়াও বিজয়ী হয়েছে। এই বিজয় অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ ২০২০-২০২২ মেয়াদে বহুপাক্ষিক কূটনৈতিক প্লাটফর্মে এবং বৈশ্বিক আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে জাতিসংঘের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ফোরাম ইকোসকে দৃঢ় অবস্থান নিশ্চিত করল।
ইকোসকে আগামী ২০২০ সালের জানুয়ারি মাস থেকে তিন বছর মেয়াদে (২০২০-২০২২) বাংলাদেশ দায়িত্ব পালন করবে। উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার কমিশনের সদস্য নির্বাচিত হয়ে ২০১৯-২০২১ মেয়াদে দায়িত্বপালন করছে।
The Economic and Social Council (ECOSOC) জাতিসংঘের প্রধান ৬টি অংগপ্রতিষ্ঠানের একটি। এর মোট ৫৪টি সদস্য রাষ্ট্র আছে যারা জাতিসংঘ সদরদপ্তরের ভোটে নির্বাচিত হয়।