Studypress News

ত্রিপুরা থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসছে

30 Nov 2015

ভারতের ত্রিপুরা রাজ্য থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর, ২০১৫ তারিখে। পালাটানার ৭২৬ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য প্রয়োজনীয় ভারি যন্ত্রপাতি বাংলাদেশের ভেতর দিয়ে নিতে দেওয়ার কৃতজ্ঞতাস্বরূপ নিজস্ব ১৯৬ মেগাওয়াট বিদ্যুৎ থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করার প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল ত্রিপুরা।

ত্রিপুরার সুরজমনি নগর থেকে বাংলাদেশের কুমিল্লা পর্যন্ত ১৮ কিলোমিটার সঞ্চালন লাইন টানার কাজ করছে পাওয়ার গ্রিড করপোরেশন অব ইন্ডিয়া (পিজিসিআইএল)।

আর বাংলাদেশের ভেতরে আরও ৪৭ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণের কাজ করছে কাজ করছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।

একবছর আগে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শিগগরিই শেষ হবে বলে জানিয়েছেন পিজিসিবির প্রধান প্রকৌশলী (সিস্টেমস অফারেশনস) প্রণব কুমার রায়। লাইনে বিদ্যুৎ সরবরাহের আগে এখন উভয় পক্ষই শেষ মুহূর্তের পরীক্ষা-নিরীক্ষার কাজ করছে বলে জানান তিনি।

দুই দেশের মধ্যে সঞ্চালন লাইন বসানোর কাজের অগ্রগতি পরিদর্শনের পর ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি করপোরেশন লিমিটেডের পরিচালক (কারিগরি) এম কে চৌধুরী বলেন “দুই দেশের সরকার ও ত্রিপুরা রাজ্য সরকার আমাদের ১৬ ডিসেম্বরের মধ্যে সঞ্চালন লাইনের কাজ শেষ করতে বলেছে। ঐতিহাসিক বিজয় দিবস থেকেই আমরা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে চাই।”