Studypress News
ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট জাইর বোলসোনারো
06 Jan 2019

ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির ডানপন্থী নেতা জাইর বোলসোনারো।
শপথগ্রহণের পরপরই 'সমাজতন্ত্রের কবল থেকে স্বাধীনতা' ঘোষণা করেন জাইর বোলসোনারো। মিত্র উন্নয়নশীল দেশগুলোর বলয় থেকে বেরিয়ে পশ্চিমা দুনিয়ার সঙ্গে মিত্রতা স্থাপনের পরিকল্পনা রয়েছে তার।
গত ২৮ অক্টোবরের নির্বাচনে জয়লাভের পর ২০১৯ সালের ১ জানুয়ারি শপথগ্রহণ করেন 'ব্রাজিলের ট্রাম্প' নামে খ্যাত সাবেক সেনা কর্মকর্তা জাইর বোলসোনারো।
এরইমধ্যে ট্রাম্পের পদাঙ্ক অনুসরণ করে ব্রাজিলের ইসরায়েল দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ইঙ্গিত দিয়েছেন জাইর বোলসোনারো। এতোদিন পর্যন্ত ফিলিস্তিন ইস্যুতে 'দুই রাষ্ট্রভিত্তিক' সমাধানের পক্ষপাতী ছিল ব্রাজিল। ট্রাম্পের মতো বোলসোনারো'র বিরুদ্ধেও নারী, সমকামী ও সংখ্যালঘুদের প্রতি ঘৃণা উসকে দেওয়ার অভিযোগ রয়েছে।
Important News

Highlight of the week
