Studypress News
একাদশ জাতীয় সংসদ নির্বাচন
06 Jan 2019

গত ৩০ই ডিসেম্বর অনুষ্ঠিত হলো একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে একচ্ছত্র প্রাধান্য নিয়ে জয়যুক্ত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত মহাজোট এরই মধ্যে টানা তৃতীয়বারের মতন সরকার গঠন করেছে। জেনে নিন এই নির্বাচনের গুরুত্বপূর্ণ তথ্যাবলী
মোট আসন | ৩০০ |
ভোট হয়নি | ২ |
আওয়ামী লীগ জোট | ২৬৬ |
বিএনপি জোট | ৬ |
জাতীয় পার্টি | ২২ |
অন্যান্য | ৪ |
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহৃত হয়েছে ৬টি আসনে (৮৪৫টি কেন্দ্র)।
মোট ভোটার | ১০,৪১,৯০,৪৮০ |
দল | ৩৯ |
প্রার্থী | ১,৮৪৮ |
নারী প্রার্থী |
৬৯ |
Important News

Highlight of the week
