Studypress News

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি নারী দলে রুমানা আহমেদ

02 Jan 2019

বছরজুড়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি নারী দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের রুমানা আহমেদ। প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে আইসিসির একাদশে জায়গা পেলেন এই অলরাউন্ডার।

চলতি বছর ব্যাটে বলে উজ্জ্বল রুমানা আহমেদ দেশের ক্রিকেটের প্রথম আন্তর্জাতিক শিরোপা জয়ে বড় অবদান রাখেন। মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে গুরুত্বপূর্ণ ২৩ রান করার পাশাপাশি দুই উইকেট নিয়ে হন ম্যাচ সেরা। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ জয়ী ৪২ রানের অপরাজিত ইনিংস খেলার পাশাপাশি উইকেট ছিল তিনটি।

ডানহাতি লেগ স্পিনে চলতি বছর মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন রুমানা। ২৪ ম্যাচে তার শিকার ৩০ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে চার ম্যাচে নেন চার উইকেট।