Studypress News

বাংলাদেশ বিমানে বোয়িংয়ের পঞ্চম উড়োজাহাজ 'মেঘদূত'

27 Nov 2015

বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের পঞ্চম উড়োজাহাজ।এ উড়োজাহাজটি পরবর্তী প্রজন্মের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের। 

 

১৬২ আসনের নতুন এ উড়োজাহাজটির নাম দেওয়া হয়েছে মেঘদূত। একে নিয়ে বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা এখন ১৩। আগামী ডিসেম্বরে ২০১৫ সালে আরও একটি বোয়িং ৭৩৭-৮০০ বিমানের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। 

 

২০০৮ সালে বোয়িংয়ের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার একটি চুক্তি স্বাক্ষর করে বিমান। এর মধ্যে রয়েছে চারটি বোয়িং ৭৭৭, দুটি বোয়িং ৭৩৭-৮০০, চারটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। ইতোমধ্যে চারটি বোয়িং ৭৭৭ বিমানের বহরে যোগ হয়েছে। বাকি চারটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ২০১৯-২০ সালে বহরে যোগ হবে। মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং এশিয়ার ১৫টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে বিমান। নতুন এ উড়োজাহাজগুলো নতুন গন্তব্য খোলা এবং বন্ধ হয়ে যাওয়া গন্তব্যগুলোতে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করতে সহায়ক হবে বলে বিমান আশা করছে।