Studypress News
বৈশ্বিক লিঙ্গবৈষম্যে বাংলাদেশ ৪৮তম
20 Dec 2018
বিশ্বব্যাপী লিঙ্গসমতা বা নারী-পুরুষের সমতায় গত এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে টানা চতুর্থবারের মতো সবার ওপরে রয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন-২০১৮’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সার্বিক বৈশ্বিক র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এবার ৪৮তম। এক যুগের হিসাবে বেশ এগোলেও বাংলাদেশের সামগ্রিক অবস্থান অবশ্য গতবারের তুলনায় এক ধাপ অবনতি হয়েছে। ২০১৭ সালে বাংলাদেশ ৪৭তম হয়েছিল। ১৪৯টি দেশের নারী-পুরুষের সমতার চিত্র নিয়ে তৈরি করা ডব্লিউইএফের এ প্রতিবেদন প্রকাশ হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত এক যুগে নারী-পুরুষ সমতার ক্ষেত্রে বেশ ভালো উন্নতি হয়েছে বাংলাদেশের। ২০০৬ সালেও বাংলাদেশের অবস্থান ছিল ৯১তম। নারী-পুরুষ সমতায় দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দেশগুলো বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে আছে। বাংলাদেশের পরে রয়েছে শ্রীলঙ্কা; অবস্থান ১০০তম। নেপাল ১০৫, ভারত ১০৮, মালদ্বীপ ১১৩, ভুটান ১২২ ও পাকিস্তান ১৪৮তম অবস্থানে রয়েছে। র্যাংকিংয়ে শীর্ষ পাঁচে রয়েছে আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও নিকারাগুয়া। তালিকায় ইয়েমেন রয়েছে সবার নিচে।