Studypress News

দেশে হোন্ডার মোটরবাইক উৎপাদন শুরু

12 Nov 2018

মুন্সীগঞ্জের আব্দুল মোনেম ইপিজেডে প্রথমবারের মতো মোটরবাইক উৎপাদন শুরু করেছে জাপানভিত্তিক ব্রান্ড হোন্ডা। মুন্সিগঞ্জের ২৫ একর জমির ওপর প্রায় ২৩০ কোটি টাকা ব্যয়ে যৌথভাবে এই কারখানা গড়ে তোলা হয়েছে। প্রাথমিকভাবে বছরে এক লাখ মোটরসাইকেল উৎপাদন করা সম্ভব। বাজারের অবস্থা বুঝে আগামী ২১ সালের মধ্যে বছরে দুই লাখ মোটরসাইকেল উৎপাদনের জন্য বিনিয়োগ করা হবে।