Studypress News
ইভিএম ব্যাবহারে আরপিও সংশোধনের অধ্যাদেশ জারি
01 Nov 2018

একাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর সংশোধন সংক্রান্ত অধ্যাদেশ জারি হয়েছে। প্রেসিডেন্টের প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, আরপিও সংশোধন অধ্যাদেশে মহামান্য প্রেসিডেন্ট স্বাক্ষর করেছেন। আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট জারি করা হবে। এর মাধ্যমে ভোটে ইভিএম ব্যবহারে কোনো বাধা থাকলো না। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, আরপিও সংশোধন অধ্যাদেশে মহামান্য প্রেসিডেন্ট স্বাক্ষর করেছেন। দ্রুতই তা জারি হবে। এক্ষেত্রে ইভিএম, অনলাইন মনোনয়নপত্র দাখিল, ঋণখেলাপিদের মনোনয়ন দাখিলের আগ পর্যন্ত পুনঃতফসিলের সুযোগ রাখার সুপারিশ রাখা হয়েছে।
Important News

Highlight of the week
