Studypress News

নির্বাচনে প্রা​র্থী হতে যাচ্ছেন সৌদি নারীরা

27 Nov 2015

সৌদি আরবে প্রথমবারের মতো আগামী ১২ ডিসেম্বরের পৌর নির্বাচনে প্রায় ৯০০ নারী  প্রার্থী হতে যাচ্ছেন। গত ২২/১১/২০১৫ তারিখ রোববার থেকে তারা নির্বাচনী প্রচার শুরু করেছেন। তবে,তাঁদের পুরুষদের থেকে পৃথক থাকতে হবে এবং নির্বাচন সংক্রান্ত কাজকর্মে নিজেদের সরাসরি সম্পৃক্ত করতে পারবেন না।

দেশটির  এ নির্বাচন প্রথমবারের মতো নারীদের নিজেদের নেতৃত্ব নির্বাচন করার সুযোগ করে দিয়েছে। ​উপসাগরীয় শহর কাতিফের এক নারী প্রার্থী নাসিমা আল-সাদহ বলেন,‘আমরা দেশকে উন্নত বা সংস্কার করতে চাই, তাহলে প্রত্যেকটি সিদ্ধান্ত গ্রহণ পর্বে নারীদের থাকতে হবে।’
সৌদি আরবে পুরোপুরি ইসলামিক রাজতন্ত্র রয়েছে। দেশটির মন্ত্রিসভার কোনো নারী সদস্য নেই। পৃথিবীর একমাত্র দেশ সৌদি আরব সেখানে নারীরা গাড়ি চালাতে পারেন না। বাইরে যেতে হলে নারীদের আপদ-মস্তক ঢেকে রাখতে হয়। পরিবারের পুরুষ সদস্যের অনুমতি ছাড়া তাঁরা ঘরের বাইরে, কাজে ​যেতে বা বিয়ে করতে পারেন না।

এত বাধা-বিপত্তির পরও বাদশা আবদুল্লাহ সময় ধীর গতিতে নারী অধিকারের বিস্তৃতি ঘটে। তিনি ২০০৫ সালে পৌর নির্বাচন শুরু করেন এবং এ নির্বাচনে ভবিষ্যতে অংশগ্রহণ করতে পারবে বলে ঘোষণা দেন।
২০১৩ সালে তিনি নারীদের শুরা কাউন্সিলের সদস্য করেন। শুরা কাউ​ন্সিল মন্ত্রিসভাকে পরামর্শ দিয়ে থাকে।