Studypress News
অষ্টম টেস্ট ভেন্যু সিলেট স্টেডিয়াম
02 Nov 2018

দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক ঘটছে সিলেট স্টেডিয়ামের। নিজেদের উঠোনে অভিষেক টেস্ট নিয়ে রোমাঞ্চিত সিলেটবাসী। ঘরের মাঠে ক্রিকেটের এই কুলীন সংস্করণ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। অভিষেককে বর্ণিল করতে নানা আয়োজন হাতে নিয়েছে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থাও। নেয়া হয়েছে নগরজুড়ে সাজসজ্জার উদ্যোগ। সিলেট শহর থেকে বিমানবন্দর সড়কের একপাশে স্টেডিয়ামের বড় ফটক। সেটি দিয়ে সামনে এগোলেই দুই পাশে চা বাগান। সেই পথ পেরিয়ে স্টেডিয়ামের মূল আঙিনায় প্রবেশের ফটক। প্রথম দর্শনেই ভালো লাগার মতো চারপাশের সৌন্দর্য। ভেতরটাও চোখ জুড়িয়ে দেয় প্রথম দেখাতেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যেন সৌন্দর্যের আধার! ড্রেসিং রুম, প্রেসবক্সসহ মাঠের দুপ্রান্তের স্থাপনা, চারপাশের গ্যালারি চোখে লেগে থাকার মতো। পূর্ব পাশের গ্যালারির ওপর নতুন করে গড়া দোতলা গ্যালারি আর সেটির শেড সৌন্দর্যে যোগ করেছে নতুন মাত্রা। আর এই স্টেডিয়ামের প্রতীক ‘গ্রিন গ্যালারি’ তো আছেই। সব মিলিয়ে নয়নভিরাম এক স্টেডিয়াম। আগে স্টেডিয়ামের নাম ছিল সিলেট বিভাগীয় স্টেডিয়াম। সংস্কার করে আন্তর্জাতিক ক্রিকেটের উপেযাগী করার পর নাম হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ২০১৩ সালে এখানে নিউ জিল্যান্ড সিরিজের খেলা হওয়া নিয়ে অনেক আলোচনা হয়েছিল। শেষ পর্যন্ত হয়নি। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা দিয়ে যাত্রা শুরু হয় আন্তর্জাতিক ক্রিকেটের। সিলেট ক্রিকেট স্টডিয়ামটির অবস্থান নগরের লাক্কাতুরা চা বাগান এলাকায়। চা বাগানের সবুজ আর পাহাড় টিলাবেষ্টিত স্টেডিয়ামটির সৌন্দর্যের কথা সবারই জানা। দেশের একমাত্র গ্রিন গ্যালারি যে এই স্টেডিয়ামেই। ৬১৫ ফুট দৈর্ঘ্য ও ৪৮৫ ফুট প্রস্থের ১৮ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটি নির্মিত হয় ২০০৭ সালে। ২০১৪ সালে টি২০ বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ভেনুর স্বীকৃতি পায় এটি। এ বছরে বাংলাদেশ-শ্রীলংকা সিরিজের একটি টি২০ ম্যাচও অনুষ্ঠিত হয় এখানে।
Important News

Highlight of the week
