Studypress News
ভূমধ্যসাগরীয় সংকট
10 Nov 2018

পেরু সীমান্তে আবারো ভেনিজুয়েলার শরণার্থীদের ভিড় বাড়ছে। দেশটিতে চলমান ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে অব্যাহতি পাওয়ার জন্য ভেনেজুয়েলার প্রবাসীদের এই প্রবাহ। এক দিনে ২৫ হাজারেরও বেশি অভিবাসী পেরু সীমান্ত পাড়ি দেয়। এদিকে আরও হাজার হাজার শরণার্থী ইকুয়েডরে পৌছানোর প্রচেষ্টা চালাচ্ছে বলে জানায় বিবিসি।
তবে এই প্রবাহ বন্ধ করার চেষ্টা করছে প্রতিবেশী দেশগুলো । পেরু তাদের সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ভেনেজুয়েলা থেকে ইকুয়েডরে শরণার্থী আশ্রয় নিতে পাসপোর্ট বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। নতুন এই আদেশ কার্যকর হওয়ার আগেই কলম্বিয়া-ইকুয়েডর সীমান্ত পাড়ি দিতে চায় অভিবাসীরা।
মুদ্রাস্ফীতির চরম দরপত ঘটেছে ভেনেজুয়েলায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভেনেজুয়েলার সরকার নতুন নোট প্রচলন করেছেন। তবে সমালোচকরা বলছেন, এতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রন করা যাবে না, বরং পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার সম্ভাবনা রয়েছে।
মুদ্রাস্ফীতির কারণে ভেনেজুয়েলার মুদ্রার এতটাই দরপতন ঘটেছে যে মৌলিক চাহিদার জিনিসগুলো চলে যাচ্ছে ক্রয় ক্ষমতার বাইরে। বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র হিসেবে বিবেচিত হওয়া ভেনিজুয়েলাতে এখন সামান্য ওষুধ বা খাবার কিনতেও খরচ হচ্ছে বস্তা ভর্তি টাকা।
ভেনিজুয়েলার সংকটময় অর্থনীতির কারণে লাতিন আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় শরণার্থী পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ২০১৪ সাল থেকে, প্রায় ৩০ লক্ষ অভিবাসী ভেনেজুয়েলা ছেড়েছে।
Important News

Highlight of the week
