Studypress News

বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য

01 Nov 2018

বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য ভারতে। এর নির্মাণ কাজ শেষ। চীনের স্প্রিং টেম্পল নামে একটি বুদ্ধ মন্দির এখন বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য। চীনের ভাস্কর্যটি ১২৮ মিটার উঁচু।

তবে ভারতের এ ভাস্কর্যটি বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য। এর উচ্চতা ১৮২ মিটার বা ৬০০ ফুট। 

ভারতের গুজরাট রাজ্যে ভাস্কর্যটি। সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানিয়ে এটি নির্মাণ করছে ভারত। তিনি ভারতের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 

বল্লভভাই প্যাটেলকে নিয়ে নির্মিত ভাস্কর্যটির নাম রাখা হয়েছে ‘স্ট্যাচু অব ইউনিটি’। বিশ্বের সবচেয়ে উঁচু হতে যাওয়া ভাস্কর্যটি নির্মাণে ব্যয় হচ্ছে ২৯০০ কোটি রুপি। 

গুজরাটের নর্মদা জেলার সরদার সরোভর বাঁধের সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত সাধু দ্বীপে নির্মিত ভাস্কর্যটি। ভারতের স্বাধীনতা সংগ্রামে বল্লভভাই প্যাটেলের অবদানকে শ্রদ্ধা জানিয়ে ২০১৩ সালে এ প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী ও ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর দেশটির প্রথম সহকারী প্রধানমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল। তাকে অনেকেই ‘আয়রন ম্যান অব ইন্ডিয়া’ নামে ডাকতেন।