Studypress News
হেলমেট পড়বেন আম্পায়ররা!
27 Nov 2015
ফিলিপ হিউজের অকাল প্রয়াণের এক বছর হল। সেফটি স্ট্যান্ডার্ডকে আরো উন্নত করতে বেসবল স্টাইলের হেলমেটের মহড়া দিলেন ইংলিশ আম্পায়ররা।
বলটা কখন ধেয়ে আসে শরীরে তার কি কোন ঠিক আছে? এ কারণেই উদ্বিগ্ন আম্পায়ররা নিরাপত্তার বিষয়টি জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে। ক্রিকেটার আর আম্পায়ারদের বলের আঘাত থেকে কিভাবে বাঁচানো যায় তাই নিয়েই আলোচনার টেবিলে বেসবল ও ক্রিকেট কর্তৃপক্ষ। পেশাদার ক্রিকেটে আম্পায়ারদের হেলমেট পড়াটা বাধ্যতামূলক করা হবে কিনা সে বিষয়ে শিগগগিরই সবুজ সংকেত আসতে পারে ইসিবি থেকে।
অধুনা টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের ধরণ আম্পায়ারদের ভীতির মূল। আম্পায়ার নন-স্ট্রাইকার্স এন্ডে-ই থাকুন অথবা স্কোয়ার লেগে; অ্যাটাকিং স্ট্রোকপ্লের কারণে ডরেই নাকি থাকেন তারা। দিবা-রাত্রির টেস্ট ক্রিকেট তো শুরুই হয়ে গেল। এবার দেখার পালা আরো একটি যুগান্তকারী পরিবর্তন কি আসছে ক্রিকেটে?