Studypress News
এমি অ্যাওয়ার্ড যাদের ঝুলিতে
17 Sep 2018
মার্কিন টেলিভিশনের সর্বোচ্চ সম্মাননা এমি অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে প্রাইমটাইম এমির ৭০তম আয়োজনে শ্রেষ্ঠ কমেডি সিরিজসহ সবচেয়ে বেশি ৫টি অ্যাওয়ার্ড জিতেছে অ্যামাজনের সিরিজ ‘দ্য মার্ভেলাস মিসেস মেইজেল’। শ্রেষ্ঠ ড্রামা সিরিজ হয়েছে এইচবিওর বিশ্বখ্যাত সিরিজ ‘গেম অফ থ্রোন্স’। প্রাইমটাইম এমির ৭০তম সংস্করণের শুরুতেই বরাবরের মতো রেড কার্পেট। ২৬ ক্যাটাগরির মধ্যে নমিনেশন ভাগ্যে সর্বকালের অন্যতম জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রোন্স এগিয়ে থাকলেও পুরস্কার পাওয়ার ক্ষেত্রে অগ্রগামী ছিল অ্যামাজনের কমেডি সিরিজ ‘দ্য মার্ভেলাস মিসেস মেইজেল’। সিরিজটির প্রধান চরিত্র মেইজেল এক মার্কিন গৃহিণী যিনি হঠাৎ করেই স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে আবির্ভূত হন। নাম চরিত্র মেইজেলের ভ‚মিকায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন র্যাচেল ব্রসনান। শ্রেষ্ঠ কমেডি সিরিজের পুরস্কারও জিতেছে ‘দ্য মার্ভেলাস মিসেস মেইজেল’। এমির মূল আকর্ষণ শ্রেষ্ঠ ড্রামা সিরিজের খেতাব পেয়েছে এইচবিওর বিশ্বখ্যাত সিরিজ ‘গেম অব থ্রোন্স’।