Studypress News
টেস্ট ইতিহাসের প্রথম দিবা-রাত্রির ম্যাচ
26 Nov 2015
ম্যাচ ফ্যাক্টস:
অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট
ভেন্যু: অ্যাডিলেইড
নভেম্বর ২৭, ২০১৫ থেকে ১ ডিসেম্বর, ২০১৫
ম্যাচ শুরু: বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়
পক্ষে আর বিপক্ষে আলোচনা চলেছে ছয় বছর। অবশেষে ফ্ল্যাড লাইট আর গোলাপী বলের যুগে প্রবেশ করছে টেস্ট ক্রিকেট। পাঁচ দিনের ক্রিকেটের নতুন এই পথ চলার শুরুটা হচ্ছে প্রাচীনতম ভেন্যুগুলোর অন্যতম অ্যাডিলেইড ওভাল।
১৩৮ বছরের টেস্ট ইতিহাসে যেটা হয়নি কখনোই সেটাই হতে চলেছে; খেলা হচ্ছে না লাল বলে। জ্বলে উঠবে ফ্ল্যাড লাইট।জনপ্রিয়তা হারিয়ে ফেলা টেস্ট ক্রিকেটের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতেই দিবা-রাত্রির এই ম্যাচের ধারণার প্রবর্তন।গোলাপী বলের আচরণ কেমন হবে সেটা নিয়েই এখন জোর আলোচনা ক্রিকেট বিশ্বে।তবে, ক্রিকেট অস্ট্রেলিয়া বলছে কোকাবুরা গোলাপী বলটা টেস্ট ক্রিকটে যথেষ্টই জুতসই।
দিবা রাত্রির টেস্ট ম্যাচ আয়োজন করা হচ্ছে সমর্থকদের কথা মাথায় রেখে। যাতে তারা প্রাইম টাইমে টিভিতে খেলাটা দেখতে পারেন অথবা কাজ শেষে দিনের দ্বিতীয়ার্ধে স্টেডিয়ামে আসতে পারেন। তবে, এই আয়োজন সফল করার গুরু দায়িত্বটা থাকছে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের ক্রিকেটারদের ওপরও।তিন ম্যাচের সিরিজে স্বাগতিক অস্ট্রেলিয়া এগিয়ে ১-০ ব্যবধানে।তবে, দিবারাত্রির এই ম্যাচটা জিতে সিরিজে সমতা ফেরাতে চায় ব্ল্যাকক্যাপস।