Studypress News
ম্যান বুকার জিতেছেন আইরিশ লেখিকা অ্যানা বার্নস
30 Oct 2018
এ বছর মর্যাদাবান পুরস্কার ম্যান বুকার জিতে নিয়েছেন আইরিশ লেখিকা অ্যানা বার্নস। তিনি হলেন এই পুরস্কারজয়ী উত্তর আয়ারল্যান্ডের প্রথম লেখক। বার্নস ৫০তম বুকার জয়ী। অনেক বছর পর কোনো লেখিকা এ পুরস্কার পেলেন। এর আগে লেখিকাদের মধ্য থেকে এলিনর ক্যাটন সর্বশেষ ২০১৩ সালে এ পুরস্কার পেয়েছিলেন।
যে উপন্যাসের জন্য অ্যানা বার্নস ৫০ হাজার পাউন্ড মূল্যমানের এই পুরস্কার জয় করেছেন তার নাম মিল্কম্যান। অ্যানা বার্নসের প্রকাশিত বইয়ের সংখ্যা মাত্র চারটি। তার প্রথম উপন্যাস ‘নো বোনস’ প্রকাশিত হয় ২০০১ সালে। তার অপর উপন্যাসের নাম ‘লিটল কনস্ট্রাকশন’। এটি প্রকাশিত হয় ২০০৭ সালে। ‘মোস্টলি হিরো’ প্রকাশিত হয় ২০১৪ সালে।
মিল্কম্যান ১৮ বছর বয়স্কা একটি মেয়ের কাহিনী। এটি একটি এক্সপেরিমেন্টাল নভেল বা পরীক্ষামূলক উপন্যাস। গত শতাব্দীর সত্তরের দশকে উত্তর আয়ারল্যান্ডে ক্যাথলিক-প্রটেস্ট্যান্ট সহিংসতার বিষয়ে লেখা ‘মিল্কম্যান’ উপন্যাস।
ইংরেজি সাহিত্য জগতে ম্যান বুকার একটি মর্যাদাপূর্ণ পুরস্কার। ১৯৬৯ সাল থেকে ব্রিটিশ, আইরিশ ও কমনওয়েলথভুক্ত দেশের লেখকদের এ পুরস্কার প্রদান করা হচ্ছে। ২০১৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের লেখকদেরও ম্যান বুকারের জন্য বিবেচনা করা হচ্ছে। গত বছর ‘লিংকন ইন দ্য বার্ডো’র জন্য বিশ্বসাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কারটি পেয়েছিলেন আমেরিকান সাহিত্যিক জর্জ সন্ডার্স।