Studypress News
পূবালী ব্যাংকে ২ পদে ৭০০ নিয়োগ
14 Oct 2018
দুই পদে ৭০০ জন লোক নেওয়ার আলাদা দুটি নিয়োগ বিজ্ঞপ্তি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে পূবালী ব্যাংক লিমিটেড।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে প্রবেশনারি জুনিয়র অফিসার পদে ২০০ জন এবং ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (ক্যাশ) পদে ৫০০ জনকে নিয়োগ করা হবে। পদগুলোতে ইতিমধ্যে অনলাইনে আবেদনপ্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদন করা যাবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রবেশনারি জুনিয়র অফিসার পদের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএসহ যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস। অন্যদিকে, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (ক্যাশ) পদের প্রার্থীদের যোগ্যতা স্নাতক উত্তীর্ণ হতে হবে। উভয় পদের প্রার্থীদের শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। বয়স হতে হবে ৩১ আগস্ট ২০১৮ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
পদ দুটিতে আবেদনপ্রক্রিয়া ইতিমধ্যে অনলাইনে শুরু হয়ে গেছে। আগ্রহী প্রার্থীদের https://www.pubalibangla.com/career.asp এই ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র দিয়ে আবেদন করতে হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রবেশনারি জুনিয়র অফিসার পদে প্রথম এক বছর প্রবেশনারি হিসেবে মাসিক ২৫ হাজার এবং ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (ক্যাশ) পদে প্রবেশনারি হিসেবে প্রথম এক বছর মাসিক মাসিক ২০ হাজার টাকা বেতন দেওয়া হবে। পরবর্তী সময়ে পদগুলোতে পদোন্নতি এবং সে অনুযায়ী বেতন–ভাতা দেওয়া হবে।