Studypress News

নোবেল পুরস্কার ২০১৮

09 Oct 2018

চিকিৎসাবিজ্ঞানে মার্কিন বিজ্ঞানী জেমস পি অ্যালিসন ও জাপানি বিজ্ঞানী তাসুকু হোনজো যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন। 

 

 

 

 

 

 

অ্যালিসন এবং হনজো দেখিয়েছেন যে কীভাবে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কাজে লাগিয়ে ক্যানসারের চিকিৎসা করা যায়, সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট থেকে দেওয়া এক বিবৃতির মাধ্যমে এ কথাই জানিয়েছে নোবেল পরিষদ। পুরস্কার হিসেবে প্রাপ্ত ৯০ লাখ সুইডিশ ক্রোনার এবার ভাগ করে নেবেন যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় এবং জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের এই দুই অধ্যাপক।

পদার্থবিদ্যায় নোবেল বিজয়ী হিসেবে মার্কিন বিজ্ঞানী আর্থার আশকিন, ফরাসি বিজ্ঞানী জেরার্ড মাওরো ও কানাডার বিজ্ঞানী ডোনা স্ট্রিকল্যান্ডের নাম ঘোষণা করা হয়।  লেজার ফিজিক্সে যুগান্তকারী আবিষ্কারের জন্য তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। 

Nobel Prize in Physics 2018

 

 

 

 

 

 

 

 


তিন বিজ্ঞানী যৌথভাবে নোবেল পুরস্কারের অর্থ ৯০ লাখ সুইডিশ ক্রোনার (প্রায় ১০ লাখ ১০ হাজার মার্কিন ডলার) ভাগ করে নেবেন। অপটিক্যাল টুইজার্স হিসেবে একটি লেজার কৌশল উন্নত করেছেন আশকিন, যা জৈবিক পদ্ধতি গবেষণায় ব্যবহৃত হয়। মাওরো ও ডোনা উচ্চ তীব্রতা সৃষ্টি এবং খুব দ্রুত লেজার পালসের প্রক্রিয়া উন্নত করেছেন। পদার্থবিদ্যায় নোবেলজয়ী তৃতীয় নারী হলেন ডোনা স্ট্রিকল্যান্ড। তিনি গত ৫৫ বছরের মধ্যে প্রথম নারী যিনি পদার্থবিদ্যায় নোবেল পেলেন। 

রসায়ন শাস্ত্রে এবারের নোবেল পুরস্কার পেলেন দুই মার্কিন ও একজন ব্রিটিশ বিজ্ঞানী। প্রাণিদেহের রসায়নঘটিত সমস্যা সমাধানে বিবর্তনের ক্ষমতা ব্যবহার করে প্রোটিন উন্নয়নে কাজ করার স্বীকৃতি হিসেবে তাঁদের এই পুরস্কারে ভূষিত করা হয়। এই তিন বিজ্ঞানীর গবেষণা নতুন ওষুধ তৈরি ও সবুজ জ্বালানি তৈরিতে অবদান রাখবে। 

Nobel Prize in Chemistry 2018

পুরস্কারপ্রাপ্ত তিনজন হলেন: মার্কিন বিজ্ঞানী ফ্রান্সেস এইচ আরনল্ড ও জর্জ পি স্মিথ এবং ব্রিটিশ বিজ্ঞানী স্যার গ্রেগরি পি উইন্টার। ১৯০১ সালে নোবেল পুরস্কার দেওয়া শুরু হওয়ার পর মাত্র পঞ্চম নারী হিসেবে রসায়নে নোবেল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করলেন ফ্রান্সেস এইচ আরনল্ড। সর্বশেষ ২০০৯ সালে এডা ইউয়োনাথ যৌথভাবে এই পুরস্কার পেয়েছিলেন। 

শান্তিতে নোবেল পান ইরাকের কুর্দি মানবাধিকারকর্মী নাদিয়া মুরাদ ও কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েজি। 


Nobel Prize in Peace 2018

 

 

 

 

 

 

 

 

 

নোবেল কমিটি বলছে, যুদ্ধকালে ও সশস্ত্র সংগ্রামের সময় যৌন সহিংসতা প্রতিরোধে অবদান রাখায় নাদিয়া মুরাদ ও ডেনিস মুকওয়েজিকে এই পুরস্কার দেওয়া হয়েছে। ডেনিস মুকওয়েজি তাঁর জীবনের বড় একটি সময় ব্যয় করেছেন কঙ্গো প্রজাতন্ত্রে যৌন সহিংসতার শিকার মানুষের সাহায্যার্থে। যৌন নির্যাতনের শিকার হাজার হাজার রোগীর চিকিৎসা করেছেন তিনি।

অপরদিকে ইরাকের উত্তরাঞ্চলীয় ছোট্ট গ্রাম কোচোতে পরিবারের সঙ্গেই থাকতেন ইয়াজিদি তরুণী নাদিয়া মুরাদ। ২০১৪ সালে ইসলামিক জঙ্গিগোষ্ঠী (আইএস) ঢুকে পড়ে ওই গ্রামে। একদিন গ্রামের সবাইকে অস্ত্রের মুখে একটি স্কুলে ঢোকানো হয়। পুরুষদের আলাদা করে স্কুলের বাইরে দাঁড় করানো হয়। এর পরই মুহুর্মুহু গুলিতে নাদিয়ার ছয় ভাইসহ সব পুরুষকে হত্যা করা হয়। পুরুষদের হত্যা করার পর আইএস জঙ্গিরা নাদিয়া ও অন্য নারীদের একটি বাসে করে মসুল শহরে নিয়ে যায়। সেখানে যৌনদাসী হিসেবে বিক্রি হন নাদিয়াও। আইএসের যৌনদাসী হিসেবে বেশ কিছুদিন থাকার পর পালিয়ে আসেন তিনি। আইএসের কাছ থেকে পালিয়ে আসার পর নাদিয়া মুরাদ জাতিসংঘের শুভেচ্ছাদূত হন। মানবাধিকারবিষয়ক আইনজীবী আমাল ক্লুনির সঙ্গে আইএস জঙ্গিদের হাতে বন্দী ইয়াজিদি নারী ও যাঁরা পালিয়ে এসেছেন, তাঁদের নিয়ে কাজ করছেন তিনি। নোবেল কমিটি বলেছে, নাদিয়া এত কষ্ট সহ্য করেও অন্যদের পক্ষে কথা বলার ক্ষেত্রে অসাধারণ সাহস দেখিয়েছেন।

অর্থনীতিতে চলতি বছরের নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ উইলিয়াম ডি. নরডাস ও পল এম. রোমার। 

Nobel Prize in Economics 2018

নোবেল কমিটির পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু পরিবর্তনকে দীর্ঘ মেয়াদে ম্যাক্রো ইকোনমিকসের সঙ্গে একীভূত করে বিশ্লেষণের স্বীকৃতি হিসেবে উইলিয়াম ডি. নরডাসকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আর পল এম রোমারকে এই পুরস্কার দেওয়া হয়েছে প্রযুক্তিগত উদ্ভাবনকে দীর্ঘ মেয়াদে ম্যাক্রো ইকোনমিকসের সঙ্গে একীভূত করে বিশ্লেষণের স্বীকৃতি হিসেবে। 

প্রতিবছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল জয়ীর নাম ঘোষণার মাধ্যমেই শুরু হয় বিশ্বের সবচেয়ে সম্মানসূচক এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের। বিজ্ঞান, সাহিত্য এবং শান্তির জন্য উল্লেখযোগ্য অবদানের জন্য ডিনামাইটের আবিষ্কারক ও ব্যবসায়ী স্যার আলফ্রেড বার্নার্ড নোবেলের ইচ্ছা অনুযায়ী ১৯০১ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

সুইডিশ একাডেমির সদস্যদের যৌন কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মের অভিযোগ পাওয়ার কারণে এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে না। সুইডেনের রাজধানী স্টকহোমে ১০ ডিসেম্বর পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের হাতে হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে