Studypress News
ফেলপসের রেকর্ড ভাঙল ১০ বছরের কেন্ট
11 Aug 2018
বিশ্ব সাঁতারে জীবন্ত কিংবদন্তির নাম মাইকেল ফেলপস। বড় বড় প্রতিযোগিতায় সব রেকর্ড নিজের করে রেখেছেন ৩৩ বছর বয়সী এই আমেরিকান সাতাঁরু। তবে তার ২৩ বছরের পুরনো একটি রেকর্ড ভেঙে আলোচনায় এসেছে ক্লার্ক কেন্ট নামের ১০ বছরের আমেরিকান এক বালক। হাওয়াইয়ের হনুলুতে হওয়া ফার ওয়েস্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে ফেলপসের রেকর্ডটি ভেঙে দিয়েছে কেন্ট। ১ মিনিট ১০ দশমিক ৪৮ সেকেন্ডে এই ইভেন্ট জিতে ২৩ বছর আগে রেকর্ড গড়েছিলেন মার্কিন সাতাঁরু ফেলপস। রেকর্ডটি নিজের করে নেওয়ার পথে ১ মিনিট ৯ দশমিক ৩৮ সেকেন্ড সময় নিয়েছেন কেন্ট। সতীর্থরা গতি দেখে কেন্টকে ডাকত সুপারম্যান নামে। ফেলপসের রেকর্ড ভেঙে দিয়ে বিশ্ব গণমাধ্যমে সে প্রচার পেয়েছে লিটল সুপারম্যান নামে। কেন্ট বলেছে আমি জানতাম না ফেলপসের রেকর্ডটি ভেঙেছি। শোনার পর খুবই ভালো লাগছে। ফারওয়েস্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কেন্ট শুধু ফেলপসের রেকর্ড ভাঙেনি। বাকি ৭ ইভেন্টের সবকটিতে জিতেছে সোনার পদক। ছয়টি ইভেন্টে ভেঙেছে নিজের ব্যক্তিগত ইভেন্ট।