Studypress News
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলের তালিকা
11 Sep 2018

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪ এর চূড়ান্ত ফলাফল সোমবার (১০ সেপ্টেম্বর) রাতে প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এতে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৭৬৭ জন।
নির্বাচিত প্রার্থীদের রোল নম্বরের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে।
চলতি বছরের ২০ এপ্রিল শুরু হয়ে চার ধাপে পার্বত্য জেলা বাদে ৬১ জেলায় শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৩ লাখ আবেদনকারীর মধ্যে ছয় লাখ ১৬ হাজার ৬৪ জন পরীক্ষায় অংশ নেন।
গত ৮ জুলাই লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়, এতে ২৯ হাজার ৫৫৫ জন উত্তীর্ণ হয়েছিলেন।
Important News

Highlight of the week
