Studypress News

আরব ন্যাটো জোট হচ্ছে

09 Aug 2018

ইরানের আধিপত্য ঠেকাতে মিসর ও জর্ডানসহ উপসাগরীয় দেশগুলােকে নিয়ে ছয় জাতির নতুন রাজনৈতিক ও নিরাপত্তা জোট গঠনের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য ও মার্কিন কর্মকর্তারা এ পরিকল্পনাকে ‘আরব ন্যাটো' নামে ডাকছেন। এ জোটের দেশগুলাের মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, সামরিক প্রশিক্ষণ, সন্ত্রাসবাদবিরােধী কার্যক্রম এবং আঞ্চলিক অর্থনীতি ও কূটনৈতিক সম্পর্কসহ অন্যান্য বিষয়ে গভীর সহযােগিতামূলক সম্পর্ক দেখতে চায় হােয়াইট হাউস। জোটের সম্ভাব্য নাম নির্ধারণ করা হয় Middle East Strategic Alliance (MESA)। ১২-১৩ অক্টোবর ২০১৮ ওয়াশিংটনে এ জোটের সম্মেলন হওয়ার কথা।  

সামরিক জোট ন্যাটোর মতোই এই 'আরব ন্যাটোতে' থাকছে উপসাগরীয় ছয়টি দেশ। এ ছাড়া জোটে মিসর ও জর্ডানকে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, এই জোটের দেশগুলোর মধ্যে বৃদ্ধি করা হবে সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা। সঙ্গে জোরদার করা হবে সেনা প্রশিক্ষণ, সন্ত্রাস বিরোধী ও সংশ্লিষ্ট বিষয়গুলো, যা মূলত ইরানের বিপক্ষেই ব্যবহার করা হবে।