Studypress News

নতুন ৬ ভাষায় কুরআনের অনুবাদ

20 Aug 2018

মুসলিম উম্মাহ পবিত্র হজ-ওমরা পালনে পৃথিবীর নানা প্রান্ত থেকে মসজিদুল হারামাইন ওয়াশ শরিফাইন তথা পবিত্র বাইতুল্লাহ এবং মদিনা মুনাওয়ারা জিয়ারতে যায়। আগত মুসলিমরা যেন হজওমরা ও জিয়ারতের সময় অর্থসহ কুরআন অধ্যয়ন ও তাফসির পড়তে পারে, সে জন্য সৌদি কর্তৃপক্ষ পৃথিবীর বিভিন্ন ভাষায় পবিত্র কুরআনুল কারিম অনুবাদ করে থাকে। ২০১৮ সালে নতুন ৬টি ভাষায় অনুবাদ করা হয় পবিত্র কুরআনুল কারিম। এর আগে ৫৫টি ভাষায় পবিত্র কুরআনুল কারিম অনুবাদ করা হয়। 
নতুন যেসব ভাষায় কুরআনের অনুবাদ হয়; তা হলাে— 
১. আফগানিস্তান, পাকিস্তান ও ইরানের প্রচলিত ভাষা পশতু; 
২. তাজিকিস্তানের মূল ভাষা তাজিক; 
৩. পশ্চিম আফ্রিকা ও মধ্য আফ্রিকার প্রায় ২০ দেশের প্রচলিত ভাষা ফুলানি; 
৪. আফগানিস্তানের ভাষা দারি; 
৫. ঘানার ভাষা ডাগবানি এবং 
৬. নেপালের ভাষা নেপালি।