Studypress News
ইউএস ওপেনে মেয়েদের এককে প্রথম জাপানির শিরোপা জয়
09 Sep 2018

ইউএস ওপেনে জাপানের প্রথম খেলোয়াড় হিসেবে একক গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ের কীর্তি গড়েছেন নাওমি ওসাকা।
মেয়েদের একক ফাইনালে সেরেনাকে (৬-২,৬-৪) হারিয়ে টেনিস ইতিহাসে নতুন পাতা খুললেন ‘চেরি ফুলের দেশ’-এর কন্যা।
জাপানের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্লাম থেকে একক শিরোপা তুলে নিলেন এই কুড়ি বছর বয়সী। সেটিও আবার তাঁর আদর্শ সেরেনাকে হারিয়ে! আনন্দের আতিশয্যে কেঁদে ফেলা ওসাকাও কিন্তু ম্যাচের পরিস্থিতি ভুলে যাননি। বলেছেন, ‘ম্যাচটা এভাবে শেষ হওয়ায় খারাপ লাগছে।’
Important News

Highlight of the week
