Studypress News
জাতীয় ফুটবল দলের নতুন কোচ মারুফুল হক।
25 Nov 2015
ইতালিয়ান ফাবিও লোপেজকে বরখাস্ত করে মারুফুল হককে বাংলাদেশ ফুটবলের জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২৪/১১/২০১৫ তারিখে ন্যাশনাল টিমস কমিটি লোপেজের অধীনের বাংলাদেশ দলের সম্প্রতি পাঁচ ম্যাচের পারফরম্যান্স মূল্যায়নে বসেছিল। আলোচনা শেষে ন্যাশনাল টিমস কমিটির সভাপতি কাজী নাবীল আহমেদ সাংবাদিকদের লোপেজকে বিদায় করে দেওয়ার কথা জানান। মারুফুল শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০১২-১৩ মৌসুমে ট্রেবল জিতেছিল দলটি। সেবার লিগ শিরোপা, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ নিজেদের করে নিয়েছিল শেখ রাসেল। শেখ রাসেল থেকে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের কোচ হন মারুফুল। ২০১৪ সালে তার হাত ধরেই ভুটান থেকে কিংস কাপ জিতে ফেরে দলটি। এছাড়া শেখ জামালকে ২০১৩-১৪ মৌসুমের লিগ শিরোপাও জেতান তিনি। ঢাকা মোহামেডানের কোচ হিসেবে ২০০৯ সালে কোটি টাকার সুপার কাপের প্রথম আসরের শিরোপা জেতেন মারুফুল। ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দলটিকে ফেডারেশন কাপের দুটি শিরোপাও এনে দেন তিনি। সেপ্টেম্বরে, ২০১৫ -তে লোডভিক ডি ক্রুইফকে বিদায় করে দিয়ে ইতালিয়ান লোপেজের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।