Studypress News
জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান মিশেল বেচেলেট
14 Aug 2018

জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান হিসেবে জেইদ রাদ আল হোসেইনের স্থলাভিষিক্ত হলেন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল বেচেলেট। ১৯৯৩ সালে মানবাধিকার কমিশন গঠন হবার পর ৭ম চীফ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বেচেলেট। জাতিসংঘের সাধারন পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস মিশেল বেচেলেট কে নতুন মানবাধিকার প্রধান হিসেবে মনোনীত করেন। সেপ্টেম্বরের ১তারিখ তিনি বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান হিসেবে দায়িত্বপালন করে যাবেন।
জাতিসংঘ মানবাধিকার কমিশন বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার রক্ষায় সোচ্চার থেকে মানবাধিকার রক্ষায় অগ্রণী ভুমিকা পালন করে। মিশেল বেচেলেট তার দেশ চিলিতে মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। মানবাধিকার রক্ষায় তিনি সবচেয়ে সোচ্চার ছিলেন।
Important News

Highlight of the week
