Studypress News
এশিয়ান বোল রাগবিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ
07 Aug 2018
সিঙ্গাপুরে এশিয়ান রাগবির বোল বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ব্রুনাইয়ের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় পায় লাল-সবুজ জার্সিধারীরা। এক বিজ্ঞপ্তিতে রাড়বি ফেরারেশন জানায়, বোল ফাইনালে প্রথমার্ধে ৭-১২ পয়েন্টে পিছিয়ে ছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ২৬-১২ পয়েন্টের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এর আগে সেমিফাইনালে লাওসকেও ২৬-১২ পয়েন্টের ব্যবধানে হারায় বাংলাদেশ দল। প্রতিযোগিতায় একক স্কোরে চতুর্থ সর্বোচ্চ স্কোর করেছেন বাংলাদেশের আনোয়ার।