Studypress News
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হলেন রফিক উল্লাহ খান
27 Jul 2018
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রফিক উল্লাহ খান। চার বছর মেয়াদে তাকে নিয়োগ দেন প্রেসিডেন্ট ও ওই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, চার বছর মেয়াদে ভিসি পদে তিনি এ দায়িত্ব পালন করবেন। তবে প্রেসিডেন্ট প্রয়োজন মনে করলে মেয়াদের আগেও তাকে অব্যাহতি দিতে পারবেন। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দেশের ৪০তম পাবলিক বিশ্ববিদ্যালয়।
এটি নেত্রকোনায় জেলায় স্থাপনের কাজ চলছে। প্রথমে এটি একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে স্থাপনের কথা থাকলেও পরে সাধারণ বিশ্ববিদ্যালয় হিসেবে স্থাপনের সরকারি সিদ্ধান্ত হয়। ২০১৭ সালের ৩০শে জানুয়ারি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদিত হয় এবং চলতি বছরের ২৮শে জানুয়ারি তা সংসদে পাস হয়। নেত্রকোনার হাওর, জীববৈচিত্র্য, কৃষি, সভ্যতা, কৃষি ও মৎস্য অর্থনীতিকে ধারণ করে এ পাবলিক বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হচ্ছে। নেত্রকোনায় এই পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রাথমিকভাবে ৪০ একর জায়গা নেয়া হয়েছে বলে জানা গেছে।