Studypress News
শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ ব্লাড মুন
27 Jul 2018
শুক্রবার, ২৭ জুলাই ২০১৮ বিশ্বব্যাপী দেখা গেলো শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। এ সময় চাঁদ রক্তিম বর্ণ ধারণ করে। তাই একে 'ব্লাড মুন' বলা হয়। মূলত সূর্যের আলো পৃথিবীর বায়ুস্তর ছুঁয়ে ছড়িয়ে গিয়ে আবার পৃথিবীতে প্রবেশ করে তখন অন্য সব রঙ হারিয়ে যায় আমাদের চোখে। শুধু লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবার কারণে আমরা শুধু লাল রঙটাই দেখতে পাই।
বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা ১৩ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হয় ভোর ৫টা ৩০ মিনিটে।
তবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশ সময় রাত ১টা ৩০ মিনিটে শুরু হয়, আর কেন্দ্রীয় চন্দ্রগ্রহণ হয় বাংলাদেশ সময় রাত ২টা ২১ মিনিট ৪৮ সেকেন্ডে। চশমা ছাড়া খালি চোখেই এই চন্দ্রগ্রহণ দেখা সম্ভব।
সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় আসার ফলে চন্দ্রগ্রহণ হয়ে থাকে। চন্দ্রগ্রহণ পৃথিবীর এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে দেখা গিয়েছে। তবে সবচেয়ে ভালোভাবে চন্দ্রগ্রহণ দেখা গিয়েছে আফ্রিকার পূর্বাঞ্চলের কিছু এলাকা, মধ্যপ্রাচ্য এবং সেন্ট্রাল সেন্ট্রাল এশিয়ার কিছু অঞ্চল থেকে।