Studypress News
ফাইভ-জির পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন
25 Jul 2018
বাংলাদেশে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হল পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ‘ফাইভ-জি’র। এই পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ২৫ জুলাই ২০১৮ বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এর যাত্রা শুরু করেন তিনি। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ‘ফাইভ-জি’ নেটওয়ার্কের পরীক্ষার সঙ্গে যুক্ত হয়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং বেসরকারি মোবাইল অপারেটর রবি। এখন বাণিজ্যিকভাবে ফাইভ-জি ব্যবহার করা যাবে না।