Studypress News

১৬৫ কোটি টাকা ব্যয়ে চসিকের চারটি প্রকল্প

24 Jul 2018

বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) এর অর্থায়নে চট্টগ্রাম নগরীতে ৪টি প্রকল্পের কাজ শিগগিরই শুরু হচ্ছে। প্রকল্পগুলোর মধ্যে ৩৫ কোটি টাকা ব্যয়ে বাকলিয়ায় আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বিশ্বমানের পূর্ণাঙ্গ স্পোটর্স কমপ্লেক্স নির্মাণ, হালিশহরস্থ ফইল্যাতলী বাজারে ১০ তলা বিশিষ্ট অত্যাধুনিক কিচেন মার্কেট নির্মাণ, ফিরিঙ্গি বাজার এলাকায় বহুতল বিশিষ্ট কিচেন মার্কেট নির্মাণ এবং ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড অফিসের জায়গায় বহুমুখী বহুতল মার্কেট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই চারটি প্রকল্প বাস্তবায়নে বিএমডিএফ ১৫০ কোটি টাকা অর্থ সহযোগিতা প্রদান করেছে। ১৬৫ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে প্রকল্পগুলো বাস্তবায়নের অবশিষ্ট অর্থ ১৫ শতাংশ হারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বহন করবে। আগামী ২০১৯ সালের ৩১শে ডিসেম্বর নাগাদ প্রকল্পগুলো বাস্তবায়নের মেয়াদ নির্ধারিত রয়েছে। প্রকল্প বাস্তবায়নে ইতোমধ্যে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

দ্রুত সময়ের মধ্যেই এসব প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু করা হবে। এ চারটি প্রকল্প সমূহের মধ্যে সুপার সপ, কমিউনিটি সেন্টার,কনফারেন্স হল, ট্রেনিং রুম, ডে-কেয়ার সেন্টার, বিউটি পার্লার, খেলার মাঠ, গ্রাউান্ড স্ট্যান্ড, টিকেট বুথ, ওয়াকওয়ে, গ্যালারি ইত্যাদি সুযোগ সুবিধা রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫ম নির্বাচিত পরিষদের ৩৬তম সাধারণ সভার সভাপতি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এ তথ্য প্রকাশ করেন। সভায় অর্থ ও সংস্থাপন, বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা, নগর পরিকল্পনা ও উন্নয়ন, হিসাব নিরীক্ষা ও রক্ষণা-বেক্ষণ, নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ, পানি ও বিদ্যুৎ, সমাজকল্যাণ ও কমিউনিটি সেন্টার, পরিবেশ উন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতি, যোগাযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা, আইনশৃংখলা এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যানবৃন্দের স্ব-স্ব স্ট্যান্ডিং কমিটির কার্যবিবরণী উপস্থাপন করেন।