Studypress News

উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন নোভাক জোকোভিচ ও অ্যাঞ্জেলিক কেরবার

15 Jul 2018

দুই বছরেরও বেশি সময় পর গ্র্যান্ড স্লামের চ্যাম্পিয়ন হলেন নোভাক জোকোভিচ। ফাইনালে ৬-২, ৬-২, ৭-৬ (৭-৩) গেমে দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে হারিয়ে চতুর্থ উইম্বলডন জিতলেন তিনি।

এর আগে তিনি সর্বশেষ ২০১৬ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন। ২০১১, ২০১৪ ও ২০১৫ সালের পর আবার উইম্বলডন জিতলেন জোকোভিচ। 
সর্বকালের শীর্ষ গ্র্যান্ড স্লাম জয়ীর তালিকায় রয় এমারসনকে পেছনে ফেলে চার নম্বরে জোকোভিচ। এখন কেবল তার সামনে রজার ফেদেরার (২০), রাফায়েল নাদাল (১৭) ও পিট সাম্প্রাস (১৪)।

অন্যদিকে মহিলা এককে দুই বছর আগে উইম্বলডনে সেরেনা উইলিয়ামসের কাছে ফাইনাল হারের প্রতিশোধ নিলেন অ্যাঞ্জেলিক কেরবার। আমেরিকান তারকাকে হারিয়ে প্রথমবার উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন এ জার্মান। ৭ বারের উইম্বলডন চ্যাম্পিয়নকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে শিরোপা জিতলেন অ্যাঞ্জেলিক কেরবার।