Studypress News

তিউনিসিয়ায় বাসে বোমা হামলায় নিহত ১২ জন

25 Nov 2015

তিউনিসিয়ায় প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের সেনা বহনকারী একটি বাসে বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ১২ জন নিহত হয়েছেন। ২৪/১১/২০১৫ তারিখ দেশটির রাজধানী তিউনিসে মোহামেদ ভি অ্যাভিনিউয়ের এই বিস্ফোরণ আত্মঘাতী হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বোমা বিস্ফোরণের পর রাজধানীতে সান্ধ্য আইন জারি করে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি কায়িদ এসেবসি। বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনীগুলো ঘটনাস্থল ঘিরে সব ধরনের চলাচল বন্ধ করে দেয়। এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অন্ততপক্ষে ১২ জন রক্ষী নিহত ও আরো ১৭ জন আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানায়, প্রেসিডেন্ট প্রাসাদে যাওয়ার উদ্দেশে শহরতলী থেকে রক্ষীদের বাসে তোলা হচ্ছিল, তখনই বোমা বিস্ফোরণ ঘটিয়ে বাসটি উড়িয়ে দেওয়া হয়। প্রেসিডেন্ট কার্যালয়ের এক সূত্র বলেছে, সম্ভবত বাসটির ভিতরে নিজের বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটিয়েছেন হামলাকারী। হামলার দায়  স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। এছাড়া আলজেরীয় সীমান্তের পার্বত্য এলাকায় সক্রিয়া আরেকটি জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে দেশটির সেনাবাহিনী। দেশটির প্রত্যন্ত এলাকার সেনা তল্লাশি চৌকিগুলোতে ও টহলদলগুলোকে লক্ষ্য করে বিভিন্ন সময় জঙ্গিরা হামলা চালিয়েছে।