Studypress News

নোবেল পুরস্কার (২০১৪)

13 Oct 2014

১১৩ বছর যাবত প্রদান করা হচ্ছে নোবেল পুরস্কার। প্রতিবছর নির্ধারিত ৬ টি বিষয়ে অসাধারণ অবদানের জন্য প্রদান করা হয় নোবেল পুরস্কার। এসব বিষয়ে একে সর্বোচ্চ সম্মানজনক এ পদক ধরা হয়। ২০১৪ তে নোবেল পুরস্কার পেয়েছেন ১৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব। 

পদার্থবিজ্ঞানঃ
২০১৪ সালে পদার্থবিজ্ঞানে পরিবেশবান্ধব বিকল্প আলোর উত্স নীল লাইট ইমিটিং ডায়োড (এলইডি) আবিষ্কারের জন্য এবার পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন দুই জাপানি ও এক জাপানি বংশোদ্ভূত মার্কিন গবেষক। রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স ২০১৪ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের জন্য জাপানের গবেষক ইসামু আকাসাকি, হিরোশি আমানো ও জাপানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শুজি নাকামুরার নাম ঘোষণা করে। এ তিন নোবেল বিজয়ী প্রায় ৮০ লাখ সুইডিশ ক্রোনার অর্থ পুরস্কার পাবেন।

রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এলইডি বাতির অগ্রগতিসাধন করে পুরোনো আলোক উত্স থেকে অধিক দীর্ঘস্থায়ী ও কার্যকরী বিকল্প আলোক উত্স নীল এলইডি আবিষ্কারে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পৃথিবীর উত্পাদিত বিদ্যুতের প্রায় এক-চতুর্থাংশ কেবল আলোর জন্য খরচ হয়। তাঁদের আবিষ্কৃত এ নীল এলইডি পৃথিবীর সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। তাঁদের কাজের স্বীকৃতিস্বরূপ এবারের নোবেল  পুরস্কারে ভূষিত করা

রসায়নঃ

দুই মার্কিন এবং এক রুমানীয়-জার্মান বিজ্ঞানী যৌথভাবে জিতে নিলেন ২০১৪ সালের রসায়নে নোবেল পুরস্কার। লাইট মাইক্রোস্কোপের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য স্টেফান ডব্লিউ হেল, উইলিয়াম ই মোয়েরনার এবং এরিক বেতজিগকে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।

চিকিৎসাঃ

২০১৪ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন গবেষক অধ্যাপক জন ও’কিফি এবং নরওয়েজিয়ান দম্পতি এডভার্ড আই মুসা ও মে-ব্রিট মুসা। মস্তিষ্কের ভেতরকার ‘জিপিএস’ ব্যবস্থা উদ্ভাবনের জন্য তাঁদের বিশ্বের সম্মানিত ওই পুরস্কারে ভূষিত করা হয়।

 

সাহিত্যঃ

সাহিত্যে বিশেষ অবদানের জন্য ফরাসি সাহিত্যিক পাত্রিক মোদিয়ানো।সাহিত্যে বিশেষ অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন ৬৯ বছর বয়সী ফরাসি সাহিত্যিক পাত্রিক মোদিয়ানো। বিবিসির অনলাইন ও রয়টার্সের খবরে জানানো হয়, পুরস্কারস্বরূপ সুইডিশ একাডেমি মাদিয়োনোকে ১১ লাখ মার্কিন ডলার (৮ কোটি ৫২ লাখ ৩৯ হাজার বাংলাদেশি টাকা) দেবে।

পাত্রিক মোদিয়ানো এ পর্যন্ত ৩০টি উপন্যাস লিখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য আ ট্রেস অব ম্যালিস, হানিমুন, মিসিং পারসন, লাকম্ব, লুসিয়েন ইত্যাদি। তাঁর লেখা উপন্যাস নিয়ে বেশ কিছু চলচ্চিত্রও তৈরি হয়েছে।গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার পান কানাডার সাহিত্যিক এলিস মুনরো।

শান্তি

নারীশিক্ষা আন্দোলনের নির্ভীক অগ্রপথিক মালালা ইউসুফজাই (১৭) শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। তার সঙ্গে যৌথভাবে এই সম্মাননা পেয়েছেন ভারতের শিশু অধিকার বিষয়ক কর্মী কৈলাশ সত্যার্থি (৬০)।
১০ অক্টোবর শুক্রবার নরওয়ের অসলোয় শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। মাত্র ১৭ বছর বয়সে নোবেল জয়ের ঘটনা বিশ্বে এটাই প্রথম। কৈলাশ মহাত্মা গান্ধীর নীতি অনুসরণ করেন এবং এ পর্যন্ত শান্তিপূর্ণ বহু আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আর্থিক মুনাফা লাভের জন্য শিশুদের ব্যবহারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা নেন কৈলাশ।

২০১২ সালের অক্টোবরে মেয়েদের শিক্ষার প্রচার ও প্রসারে প্রচারণা চালানোর কারণে পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবানের বন্দুকধারীরা মালালার মাথায় গুলি করে। মুমূর্ষু মালালাকে পাকিস্তানের হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বৃটেনে পাঠানো হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন এ কিশোরী এবং সেখানকার একটি স্কুলে ভর্তি হওয়ার পাশাপাশি মেয়েদের শিক্ষার প্রচার ও প্রসারে নবোদ্যমে কাজ শুরু করেন।

অর্থনীতি

এ বছর অর্থনীতিতে মার্কেট পাওয়ার এন্ড রেগুলেশন বিশ্লেষণে নোবেল পেলেন ফরাসি নাগরিক জ্যঁ তিরোল। চলতি বছর সাহিত্যের সাথে অর্থনীতির নোবেলটিও বগলগাদা করল ফ্রান্স।

সম্পদের মূল্য নিয়ে প্রায়োগিক বিশ্লেষণের জন্য ২০১৩ সালে অর্থনীতিতে নোবেল পান ৩ মার্কিন নাগরিক ইউজিন এফ ফামা, লার্স পিটার হানসেন ও রবার্ট জে শিলার।

অর্থনীতিতে নোবেল পাওয়া একমাত্র নারী হলেন ইলিনর অস্ট্রম। প্রথম কোনো নারী হিসেবে ২০০৯ সালে নোবেল পুরষ্কারে ভূষিত হন এ মার্কিনী।

আলফ্রেড নোবেল তার উইলে নোবেল পুরস্কারের জন্য অর্থনীতির নাম উল্লেখ করেননি। তবে অর্থনীতিশাস্ত্রের ক্রমবর্ধমান গুরুত্বের কথা চিন্তা করে সুইডিশ রিক্স ব্যাংকের সৌজন্যে নোবেলের স্মরণে ‘অর্থনীতি বিজ্ঞানে সেরিস রিক্স ব্যাংক প্রাইজ’ শীর্ষক পুরস্কারটি প্রবর্তিত করা হয়।

এরপর ১৯৬৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ৪৫ দফায় ৭৪ জন অর্থনীতিবিদ এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

১৯০১ সাল থেকে পৃথিবীর বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অসামান্য অবদানের জন্য পুরস্কার প্রদান করে আসছে নোবেল কমিটি। নরওয়ের রাজধানী অসলো থেকে শুধু শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। বাকি পুরস্কার ঘোষণা ও প্রদান করা হয়, সুইডেনের রাজধানী স্টকহোমে।

গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ৬টি শাখায় নোবেল পুরস্কার প্রদান করা হয়। শাখাগুলো হলো- পদার্থ বিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, অর্থনীতি, সাহিত্য এবং শান্তি।

উল্লেখ্য, এ বছর নোবেলে শান্তি পুরস্কারের জন্য ২৭৮ জন মনোনীত হন। তাঁদের মধ্যে ছিলেন পোপ ফ্রান্সিস, অ্যাডওয়ার্ড স্নোডেনও।