Studypress News

একনজরে রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২১ তম আসর -২০১৮

16 Jul 2018

  • চ্যাম্পিয়নঃ ফ্রান্স
  • ​রানার্সআপঃ ক্রোয়েশিয়া
  • ফাইনাল খেলার ফলাফল: ফ্রান্স ৪- ২ ক্রোয়েশিয়া, 
  • ফ্রান্সের পক্ষে গোল করেছেন মারিও মানজুকিচ(আত্মঘাতী),আঁতোয়ান গ্রিজমান, পল পগবা, কিলিয়ান এমবাপ্পে
  • ক্রোয়েশিয়ার পক্ষে গোল করেছেন ইভান পেরিসিচ ও মারিও মানজুকিচ
  • তৃতীয় স্থানঃ বেলজিয়াম
  • চতুর্থ স্থানঃ ইংল্যান্ড
  • স্বাগতিকঃ রাশিয়া
  •  গোল্ডেন বল- সেরা খেলোয়াড় গোল্ডেন বল পায়।  এবার পেয়েছেন লুকা মড্রিচ (ক্রোয়েশিয়া)
  •  গোল্ডেন বুট- সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। এবার পেয়েছেন হ্যারিকেইন (ইংল্যান্ড), গোল করেছেন ৬টি
  •  সেরা উদীয়মান খেলোয়াড় - এম বাপে (ফ্রান্স)
  •  গোল্ডেন গ্লাভস- সেরা গোলরক্ষকের পুরস্কার।  পেয়েছেন কোর্তোয়া (বেলজিয়াম)
  •  মোট গোল হয়ঃ ১৬৯
  •  মোট ম্যাচঃ ৬৪
  • . ১ম গোলঃ ইউরি গাজিনস্কি(রাশিয়া)
  •  ১ম হ্যাটট্রিকঃ ক্রিশ্চিয়ানো রোলানদো(পর্তুগাল)
  • .সময়ঃ ১৪ জুন থেকে ১৫ জুলাই।
  • ভেন্যুঃ ১১টি শহরে ১২টি
  • বলের নামঃ টেলস্টার ১৮
  • মাসকটঃ জাবিভাকা (এটা একটা নেকড়ে। রুশ ভাষায় জাবিভাকা অর্থ -যে গোল করে)।
  • থিম সংঃ লিভ ইট আপ
  • ১ম বারের মত বিশ্বকাপে Video Assistant Referee (VAR) প্রযুক্তি ব্যবহার করা হয়।
  • ছবির পোস্টারে ব্যাবহার করা হয়- রুশ গোলরক্ষক 'লেভ ইয়াসিন'। তিনিই ফুটবল বিশ্বের একমাত্র গোলরক্ষক যিনি গোলরক্ষক হয়ে ইউরোপের বর্ষসেরা খেলোয়ারের পুরস্কার জিতেছেন।
  • ফাইনাল ও প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়- লুজনিকি স্টেডিয়াম, মস্কো।
  • দলঃ ৩২ টি
  • ১ম অংশগ্রহণকারী দেশ - আইসল্যান্ড  ও পানামা
  • ষষ্ঠ দল হিসেবে একাধিকবার বিশ্বকাপ জেতার রেকর্ড করল ফ্রান্স। আগে যে কীর্তি ছিল ব্রাজিল (৫ বার), জার্মানি (৪ বার), ইতালি (৪ বার), আর্জেন্টিনা (২ বার) ও উরুগুয়ের (২ বার)। একটি করে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড ও স্পেন। বিশ্বকাপ জিতেছে মাত্র আটটি দেশ।
  • বিশ্বকাপ ফাইনালে গোল করা কিলিয়ান এমবাপ্পের বয়স ১৯ বছর ২০৭ দিন। এর চেয়ে কম বয়সে ফাইনালে গোল করেছেন কেবল পেলে (১৯৫৮ বিশ্বকাপে, ১৭ বছর ২৪৯ দিন বয়সে)।
  • ফাইনালে আত্মঘাতী গোল করা প্রথম ফুটবলার মারিও মানজুকিচ।
  • এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশী ১২ টি আত্মঘাতী গোল হয়েছে। 
  • কোচ ও অধিনায়কের ভূমিকায় বিশ্বকাপ জেতা মাত্র দ্বিতীয় ব্যক্তি হলেন দিদিয়ের দেশম। এর আগে যে কীর্তি ছিল জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের। খেলোয়াড় ও কোচের ভূমিকায় বিশ্বকাপ জেতা তৃতীয় ব্যক্তি ব্রাজিলের মারিও জাগালো।


আরো কিছু তথ্য - 

>  বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয় : ১৯৩০ সালে।

> বিশ্বকাপ ফুটবলের বর্তমান ট্রফির নাম : ফিফা ট্রফি। সরকারি নাম ’ফিফা ওয়াল্ড কাপ’।

> বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়  : ৪ বছর পর পর।

> ‘গোল্ডেন বল’ রীতি চালু হয় : ১৯৮২ সালে স্পেন বিশ্বকাপে।

> ‘গোল্ডেন বুট বা সু’ পুরষ্কার চালু করা হয় : ১৯৩০ সালে।

> ‘গোল্ডেন বুট বা সু’ পুরষ্কারের নাম ’এডিডাস গোল্ডেন সু’ নামকরণ করা হয় : ১৯৮২ সালে।

> ‘টোটাল ফুটবলের জনক’ বলা হয় : নেদারল্যান্ডসের রাইনাস মিশেলেসকে।

> জুলে রিমে কাপ তৈরি করা হয় : ১৯৩০

> জুলে রিমে কাপের ভাস্কর : অ্যাবেল লাফ্লেউর, ফ্রান্স।

> বিশ্বকাপের চূড়ান- পর্বে অংশগ্রহণকারী প্রথম মুসলিম দেশ : মিশর (১৯৩৮ সালে)।

> ফিফা ওয়ার্ল্ড কাপ তৈরি হয় : ১৯৭৩ সালে

> ফিফা ওয়ার্ল্ড কাপের ভাস্কর : সিলভিও গাজ্জানিগা, ইতালি।

> বিশ্বকাপ ফুটবলে প্রথম ম্যাচ কোন দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হয় : ফ্রান্স-মেক্সিকো (মন্টেভিডিও, উরুগুয়ে; ১৩ জুলাই ১৯৩০)।

> বিশ্বকাপ ফুটবলে প্রথম অফিসিয়াল বলের নাম : টেলষ্টার (Telstar ), ১৯৭০।

> বিশ্বকাপ ফুটবলে প্রথম মাসকটের নাম : ওয়াল্ড কাপ উইলি (Willi ); ইংল্যান্ড ১৯৬৬।

> বিশ্বকাপ ফুটবলে প্রথম গোলদাতা : লুই লরেন্ট (ফ্রান্স), বিপক্ষ মেক্সিকো; ১৩ জুলাই ১৯৩০।

> বিশ্বকাপ ফুটবলে প্রথম এশীয় দেশ হিসেবে মূল পর্বে অংশগ্রহণ করে কোন দেশ : ডাচ ইস্ট ইন্ডিজ (বর্তমানে ইন্দোনেশিয়া); ১৯৩৮।

> বিশ্বকাপ ফুটবলে জার্সিতে প্রথম নম্বরের ব্যবহার শুরু হয় : ১৯৩৮

> বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক অংশগ্রহণকারী দেশ : ব্রাজিল; ২১ বার।

> বিশ্বকাপ ফুটবল কোন কোন বছর অনুষ্ঠিত হয়নি : ১৯৪২ ও ১৯৪৬ সালে; দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে।

> বিশ্বকাপ ফুটবলে সর্বাধিকবার বিজয়ী হয় : ব্রাজিল। পাঁচবার (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২)।

> বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক ম্যাচে অংশগ্রহণকারী : লোথার ম্যাথিউস (জার্মানি); ২৫টি।

> বিশ্বকাপ ফুটবলে সর্বকনিষ্ঠ খেলোয়াড় : নরম্যান হোয়াইনসাইট (উত্তর আয়ারল্যান্ড); ১৭ বছর ৪১ দিন।

> বিশ্বকাপ ফুটবলে সর্বকনিষ্ঠ অধিনায়ক : টর্মি নিয়োলা (যুক্তরাষ্ট্র); ২১ বছর ১০৯ দিন; ১৯৯০।

> বিশ্বকাপ ফুটবলে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় : রজার মিলা (ক্যামেরুন); ৪২ বছর ৩৯ দিন।

> বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক গোলদাতা : মিরস্লাভ ক্লোজা (জার্মানি); ১৬টি।

> বিশ্বকাপ ফুটবলে এক ম্যাচে সর্বাধিক গোলদাতা : ওলেগ সালেস্কো (রাশিয়া); ৫টি বিপক্ষ ক্যামেরুন; ১৯৯৪।

> বিশ্বকাপ ফুটবলে প্রথম হ্যাটট্রিককারী : বার্ট পাতেনাউদে (যুক্তরাষ্ট্র), ১৭ জুলাই ১৯৩০; বিপক্ষ প্যারাগুয়ে।

> বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক হ্যাটট্রিককারী : ২টি করে ৪ জন; স্যান্ডর ককসিস (হাঙ্গেরি, ১৯৫৪); জাষ্ট ফন্টেইন (ফ্রান্স, ১৯৫৮); গার্ড মুলার (পশ্চিম জার্মানি, ১৯৭০) এবং গ্যাব্রিয়েলবাতিস্তুতা (আর্জেন্টিনা, ১৯৯৪ ও ১৯৯৯)।

> বিশ্বকাপের ফাইনালে একমাত্র হ্যাটট্রিকারী : ইংল্যান্ডের জিওফ হার্ষ্ট। ১৯৬৬ সালে পশ্চিম জার্মানির বিপক্ষে।

> বিশ্বকাপ ফুটবলে ২০০০তম গোল করেন : মার্কাস এলব্যাক, সুইডেন (২০০৬ সালে, বিপক্ষে ইংল্যান্ড)।

> বিশ্বকাপ ফুটবলে সর্বকনিষ্ঠ গোলদাতা : পেলে (ব্রাজিল, ১৯৫৮); ১৭ বছর ২৩৯ দিন, বিপক্ষ ওয়েলস।

> বিশ্বকাপ ফুটবলে বয়োজ্যেষ্ঠ গোলদাতা : রজার মিলা (ক্যামেরুন, ১৯৯৪); ৪২ বছর ৩৯ দিন, বিপক্ষ রাশিয়া।

> বিশ্বকাপ ফুটবলে দ্রুততম গোলদাতা : হাকান সুকুর (তুরস্ক ২০০২); ১১ সেকেন্ডে; বিপক্ষ দক্ষিণ কোরিয়া।

> বিশ্বকাপ ফুটবলে সর্বাধিকবার চ্যাম্পিয়ান কোচ : ২ বার; ভিক্টোরিও পুজো (ইতালি, ১৯৩৪-১৯৩৮)।

> বিশ্বকাপ ফুটবলে খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ চ্যামিস্পয়ন : মারিও জাগালো (ব্রাজিল) ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (পশ্চিম জার্মানি) এবং ২০১৮ তে দিদিয়ের দেশম। 

> ২০তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় : ২০১৪ সালে, চ্যাম্পিয়ানঃ জার্মানি (৪ বারের মত বিশ্বকাপ জয়) (রানার্স আপঃ আর্জেন্টিনা)

> ২১তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়: ২০১৮ সালে রাশিয়াতে।

> ২২তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে: ২০২২ সালে কাতারে।