Studypress News

বেগমগঞ্জে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

04 Jun 2018

নোয়াখালীর বেগমগঞ্জের কূপ থেকে ৪ জুন ,সোমবার সকালে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু হয়েছে। ঈদুল ফিতরের পরই এটি জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে বলে জানিয়েছে বাপেক্স। সংশ্নিষ্ট কর্মকর্তারা জানান, কূপটির তৃতীয় জোনে সকাল ৯টার দিকে গ্যাসের প্রবাহ দেখে সেখানে আগুন দেওয়া হয়।  প্রাথমিক পর্যবেক্ষণের পর কূপটিতে গ্যাস মজুদ রয়েছে বলে পেট্রোবাংলাকে প্রতিবেদন  দেওয়া হয়। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বাপেক্সের পরিচালনা পর্ষদ প্রকল্পটি খননের উদ্যোগ নেয়।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানির (বাপেক্স) সংশ্নিষ্ট কর্তকর্তারা জানান, প্রকল্পটি সফলভাবে শেষ হলে ঈদুল ফিতরের পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। নোয়াখালীসহ দেশের শিল্প ও বাণিজ্যিক বিকাশে এ গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরে বিরাজমান তীব্র গ্যাস সংকট নিরসনে সহায়তা করবে বলে আশা করছেন তারা।