Studypress News

স্পেনের নতুন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ

02 Jun 2018

স্পেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সমাজতান্ত্রিক দলের নেতা পেদ্রো সানচেজ। সংসদে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা থেকে বিদায় নেওয়া মারিয়ানো রাহয়ের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

 ২ জুন, শনিবার দেশটির রাজা ষষ্ঠ ফেলিপের উপস্থিতিতে পেদ্রো শপথ নেন।সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পেদ্রো সানচেজ়।সংসদে আস্থা ভোটে হেরে স্পেনের প্রধানমন্ত্রীর আসন ছাড়তে বাধ্য হলেন মারিয়ানো রাহয়। আধুনিক স্পেনের ইতিহাসে এ ভাবে আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘটনা নজরবিহীন। তাঁর জায়গায় ক্ষমতায় এলেন সোশ্যালিস্ট পার্টির পেদ্রো সানচেজ়।বাইবেল বা যিশুর মূর্তি ছাড়াই আগামী দু’বছর সংবিধান রক্ষার শপথ নিলেন ৪৬ বছরের এই বামপন্থী নেতা। আধুনিক স্পেনের ইতিহাসে এই ঘটনাও আগে ঘটেনি।

রাহয়ের রক্ষণশীল পপুলার পার্টির বিরুদ্ধে ব্যাপক আর্থিক তছরুপের অভিযোগে ক্ষোভ জমছিল বহুদিন ধরেই। যার জেরে সংসদে অনাস্থা প্রস্তাব আনেন সানচেজ়। ১ জুন সেই প্রস্তাবের পক্ষে ১৮০ জন ও বিপক্ষে ১৬৯ জন রায় দেন। আরও ছ’টি দলের সমর্থন নিয়ে ৬৩ বছরের রাহয়কে পরাজিত করেন ক্ষমতায় আসেন তিনি।স্পেনে চার দশকের গণতন্ত্রের ইতিহাসে মারিয়ানো রাখোই পার্লামেন্টের ভোটে পদচ্যুত হওয়া প্রথম প্রধানমন্ত্রী৷